বাংলাদেশ আমার এর মূল্যবোধ
- স্বচ্ছ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় নির্ভীক
- নতুনত্ব ও সৃষ্টিশীলতায় বিশ্বাসী
- মানুষের কথা বলি, মানুষের পাশে থাকি
- দশের লাঠি একের বোঝা ,একসঙ্গে এগিয়ে চলা
সাংবাদিকতা নীতিমালা
- পূর্ণ সত্য উদ্ঘাটনে ও পরিবেশনে আমরা সংকল্পবদ্ধ।
- তথ্য পরিবেশনে আমরা বস্তুনিষ্ঠ, আপসহীন ও পক্ষপাতশূন্য।
- গণতন্ত্র, অসাম্প্রদায়িকতা, বাংলাদেশর আপামর মানুষের উন্নয়ন এবং মুক্তিযুদ্ধের চেতনায় আমরা অবিচল।
- নারী, শিশু এবং ধর্মীয় সম্প্রদায় বা ক্ষুদ্র জাতিসত্তার আত্মমর্যাদা ও অধিকারের প্রতি আমরা সজাগ ও সংবেদনশীল।
- শ্রেণি, বয়স, লিঙ্গ, সম্প্রদায় ও মতবিশ্বাস-নির্বিশেষে সবার তথ্য ও মতামতের চাহিদার প্রতি আমরা সজাগ।
- আমরা সংবাদে নিজের মত বা মন্তব্য পরিবেশন করি না। তথ্যের সঙ্গে নিজের মনগড়া ধারণা বা কল্পনা যুক্ত করি না। সংবাদ ও মতামত আমরা সুস্পষ্টভাবে আলাদা করি এবং সেভাবে পরিবেশন করি।
- কোনো কারণে ভুল তথ্য পরিবেশিত হয়ে থাকলে সংবাদ সূত্রে সংশ্লিষ্ট ব্যক্তির প্রতিক্রিয়া যথাযথ গুরুত্ব দিয়ে প্রকাশ করি কিংবা অবিলম্বে সংশোধনী দিয়ে সে বিষয়ে সঠিক তথ্য প্রদানের ব্যবস্থা নিই।
- সংবাদ, ছবি বা ভিডিও পরিবেশন করতে গিয়ে আমরা রুচির সীমা অতিক্রম করি না, যদি না তা করতে গিয়ে জনগুরুত্বপূর্ণ কোনো সংবাদের মূল মর্ম ক্ষতিগ্রস্ত হয়।
- স্বার্থপ্রণোদিত বা ভীত হয়ে কিংবা নিজের অবস্থানগত কারণে আমরা কোনো ভুল কিংবা আংশিক সত্য তথ্য দিই না বা তথ্য বিকৃত করি না। স্বেচ্ছায় এমন কোনো তথ্য গোপন করি না, যাতে প্রকাশিত তথ্য ভুল ধারণা দিতে পারে।
- আমরা অংশগ্রহণ ও অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রে গভীরভাবে বিশ্বাস করি। তাই মতামত বিভাগে আমরা বিভিন্ন বিষয়ে নিজেদের মতামত প্রকাশ করি।
- উদ্ধৃতিচিহ্নের ভেতরে সবার মৌখিক বক্তব্য আমরা হুবহু পরিবেশন করি। কেবল স্থানবিশেষের আঞ্চলিক বাংলা বা বিদেশি ভাষা উদ্ধৃতি হিসেবে ব্যবহারের সময় মান বাংলায় রূপান্তর করা হয়। সরাসরি উদ্ধৃতি না দিয়ে বক্তব্যের সারকথা বা চুম্বক অংশ পরোক্ষ উক্তি হিসেবে পরিবেশনের সময় আমরা বক্তার মূল বক্তব্যকে ক্ষতিগ্রস্ত করি না।
- যে বিষয়ে জনসমাজে একাধিক ভিন্নমত রয়েছে, সে-সংক্রান্ত সংবাদ পরিবেশন করার সময় আমরা গুরুত্বপূর্ণ বিবিধ দৃষ্টিকোণের সমাহার ঘটাই।
- পাঠকের মন পীড়িত হতে পারে—এমন ছবি বা ভিডিও আমরা প্রকাশ করি না। এ কারণে আমরা বীভৎস, নৃশংস বা রক্তাক্ত ছবি পরিহার করি। গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশের জন্য এ ধরনের ছবি বা ভিডিও প্রকাশ জরুরি হলে সে-জাতীয় অংশ অস্পষ্ট করে দিই।
- ছবি বা ভিডিও প্রকাশের সময় আমরা লক্ষ রাখি, যাতে কেউ অকারণে বিপদাপন্ন বা হেয়প্রতিপন্ন না হন।
- আমরা ধর্ষণের শিকার কোনো নারীর ছবি বা ভিডিও প্রকাশ করি না। মৃত ব্যক্তির মর্যাদা যাতে ক্ষুণ্ন না হয়, সে বিবেচনায় আমরা মৃতদেহেরও ছবি বা ভিডিও প্রকাশ করি না। বিশেষ পরিস্থিতিতে জনস্বার্থে বা কোনো বিষয়ের গভীরতা তুলে ধরার জন্য এ নিয়মের ব্যতিক্রম করতে হলে সম্পাদকীয় বৈঠকে পর্যালোচনার পরে সে বিষয়ে সিদ্ধান্ত নিই। একই সঙ্গে সে ছবি বা ভিডিওর সঙ্গে সেটি প্রকাশের কারণ উল্লেখ করি।
- সবার আত্মপক্ষ সমর্থনের অধিকারকে আমরা সম্মান জানাই। কারও সম্পর্কে সংবাদ পরিবেশন করার সময় সে সম্পর্কে আমরা তার ভাষ্য আবশ্যিকভাবে যুক্ত করার সর্বাত্মক চেষ্টা করি। এ চেষ্টায় ব্যর্থ হলে তা উল্লেখ করি।
- কারও সম্পর্কে নেতিবাচক সংবাদ পরিবেশন করার সময় আমরা সেই ব্যক্তির মানবিক মর্যাদা ক্ষুণ্ন করি না।
- কোনো কারণে ভুল তথ্য পরিবেশিত হয়ে থাকলে সংশ্লিষ্ট ব্যক্তির প্রতিক্রিয়া আমরা অবিলম্বে যথাযথ গুরুত্ব দিয়ে প্রকাশ করি।
- সজ্ঞান পূর্বানুমতি ছাড়া আমরা কারও এমন বক্তব্য পরিবেশন করি না, যা তাঁর ঝুঁকি বা অযাচিত ক্ষতির কারণ উঠতে পারে।
- ব্যক্তিগতভাবে দেওয়া বক্তব্যের কোনো উদ্ধৃতি বক্তার পূর্বানুমতি ছাড়া আমরা ব্যবহার করি না।
- কোনো ধর্ম, জাতিগত সম্প্রদায়, গোষ্ঠী বা লিঙ্গের দেশপ্রেম, মানবিক ক্ষমতা, জীবনাচার, উৎসব, খাদ্যাভ্যাস ইত্যাদি সম্পর্কে আমরা কোনো কটূক্তি বা নেতিবাচক ইঙ্গিত করি না।
- জনস্বার্থের সঙ্গে যুক্ত সব গোপন তথ্য পাঠকদের গোচরে আনা আমরা কর্তব্য বলে মনে করি। তবে আমরা সচেতন থাকি, যাতে কোনো তথ্য পরিবেশনের কারণে জনসমাজ ক্ষতিগ্রস্ত না হয়।
Download Link
বিঃদ্রঃ বাংলাদেশ আমার এ প্রকাশিত সকল সংবাদের প্রধান উৎস বাংলাদেশ আমার এর সাথে নিযুক্ত প্রতিনিধিগন। তাই উদ্দেশ্য/স্বার্থ প্রণোদিত ভাবে বাংলাদেশ আমার এর সুনাম নষ্ট করার লক্ষ্যে বাংলাদেশ আমার এর কোন প্রতিনিধি ভুল তথ্য পরিবেশন করলে বা বাংলাদেশ আমার এর নাম ব্যাবহার করে চাঁদাবাজি করলে এর দ্বায়ভার বাংলাদেশ আমার কর্তৃপক্ষ নিবে না।