
সম্পাদক
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাক শনিবার (১৯ নভেম্বর) আচমকা কিয়েভ সফর করেছেন। সফরে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও দেশটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। ইউক্রেনে যুক্তরাজ্যের সহায়তা অব্যাহত রাখার ঘোষণা দেন।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের এক মুখপাত্র বলেছেন, ‘ইউক্রেনে যুক্তরাজ্যের সহায়তা আগের মতো অব্যাহত থাকবে, এই বার্তা দিতেই ঋষি সুনাক কিয়েভ সফর করেছেন। কিয়েভ সফর করতে পেরে আবেগ-আপ্লুত হয়ে পড়েন তিনি।’
মুখপাত্র আরও বলেন, ‘বৈঠকে সুনাক জেলেনস্কিকে আশ্বস্ত করে বলেছেন, ইউক্রেনের বেসামরিক মানুষ ও জাতীয় অবকাঠামো রুশ হামলা থেকে বাঁচাতে কিয়েভের জন্য নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্যাকেজ ঘোষণা করবে যুক্তরাজ্য।’
ডাউনিং স্ট্রিটের মুখপাত্র জানান, নতুন প্যাকেজ হবে প্রায় পাঁচ হাজার কোটি পাউন্ডের। এতে অন্য কিছুর মধ্যে ১২৫টি উড়োজাহাজ বিধ্বংসী বন্দুক থাকবে। এছাড়া ইরানি ড্রোন (মানুষবিহীন উড়োজাহাজ) হামলা রোধে উন্নত প্রযুক্তি, রাডার ও অন্য প্রযুক্তিও থাকবে।
ইতোপূর্বে চলতি মাসের শুরুতে ইউক্রেনের জন্য এক হাজারের বেশি ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পাঠানোর ঘোষণা দেন ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী বেন ওয়ালেস।