স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে অর্থনৈতিক অঞ্চলের (ইজেড) ৫০ শিল্পকারখানা ও অবকাঠামো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আজ বোরবার সকাল ১০টা ৪০ মিনিটে গণভবন থেকে ভার্চুয়ালি এই উদ্বোধন করবেন বলে জানিয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)।

বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুনের স্বাগত বক্তব্যে শুরু হওয়া অনুষ্ঠানে সংস্থাটির কার্যক্রমের ওপর ভিডিও প্রদর্শন করা হবে। এরপর চট্টগ্রাম-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এবং প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বক্তব্য দেবেন। প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন শেষ পর্বে।

ঢাকার বাইরে একযোগে চট্টগ্রামের মিরসরাইয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর, মৌলভীবাজারের শ্রীহট্ট ইজেড, চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী ড্রাইডক স্পেশাল ইকোনমিক জোন, নারায়ণগঞ্জে মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইজেড, জামালপুর ইজেড, কক্সবাজারে সাবরাং ট্যুরিজম পার্ক ও মুন্সীগঞ্জের হোসেন্দি ইজেডে হবে উদ্বোধনী অনুষ্ঠান।

জানা গেছে, উদ্বোধন হতে যাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম কর্ণফুলী ড্রাইডক স্পেশাল ইকোনমিক জোন। কর্ণফুলী নদীর দক্ষিণে বাদলপুরা ও শাহ মীরপুর মৌজায় এটি করেছে কর্ণফুলী শিপবিল্ডার্স লিমিটেড। এতে ৮০০ কোটি টাকা ঋণ দিয়েছে বিশ্বব্যাংক। এখানে ইতোমধ্যে দুটি জেটি নির্মাণ হয়েছে। ১ হাজার ২০০ কোটি টাকা ব্যয়ে আরও একটি ড্রাইডক নির্মাণ করা হচ্ছে।

এ ছাড়া বেজার অধীন বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে প্রথম চারটি শিল্পের বাণিজ্যিক কার্যক্রম উদ্বোধন করা হবে। শ্রীহট্ট ইজেডে উদ্বোধন হবে ডাবল গ্লেজিং কারখানা। বেসরকারি ইজেডে ৯টি শিল্প ইউনিটে উৎপাদন শুরু হবে। বাণিজ্যিক উৎপাদনে যেতে ১৪টি শিল্পে ইতোমধ্যে প্রায় ৯৬ কোটি ৭৭ লাখ ডলার বিনিয়োগ হয়েছে। আরও ৩৩ কোটি ১২ লাখ ডলার বিনিয়োগ হতে পারে। তিনি বিভিন্ন ইজেডে ২৯টি শিল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।