আজ থেকে কাতারে বসছে ফুটবলারদের মিলনমেলা। ৩২ দল, ৬৪ ম্যাচ, একটি ট্রফি- ফিফা বিশ্বকাপের মাহাত্ম্য প্রমাণে এর চাইতে বড় আর কোনো সূত্রের প্রয়োজন পড়ে না। 

উদ্বোধনী দিনে স্বাগতিক কাতার ও ইকুয়েডরের মধ্যকার খেলা দিয়ে শুরু হবে এবারের ফুটবল কাতার বিশ্বকাপ ২০২২। কাতারের গ্রীষ্মের তীব্র তাপ এড়ানোর জন্য বরাবরের প্রথা ভেঙে জুন-জুলাইয়ের পরিবর্তে এবার বিশ্বকাপ মাঠে গড়াবে চলতি বছরের ২০ নভেম্বর থেকে এবং চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। ১৮ ডিসেম্বর ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে সমাপ্ত হবে এবারের বিশ্বকাপ। সমকালের পাঠকদের জন্য এবারের বিশ্বকাপের সব কয়টি ম্যাচের সময়সূচি, ভেন্যু ও দিন তারিখ জানিয়ে দেওয়া হলো।

কে কোন গ্রুপে দেখে নেয়া যাক-

গ্রুপ-এ : কাতার, নেদারল্যান্ডস, সেনেগাল, ইকুয়েডর

গ্রুপ-বি : ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, ইরান, ওয়েলস

গ্রুপ-সি : আর্জেন্টিনা, মেক্সিকো, পোল্যান্ড, সৌদি আরব

গ্রুপ-ডি : ফ্রান্স, ডেনমার্ক, তিউনিসিয়া, অস্ট্রেলিয়া

গ্রুপ-ই : স্পেন, জার্মানি, জাপান, কোস্টারিকা

গ্রুপ-এফ : বেলজিয়াম, ক্রোয়েশিয়া, মরক্কো, কানাডা

গ্রুপ-জি : ব্রাজিল, সুইজারল্যান্ড, সার্বিয়া, ক্যামেরুন

গ্রুপ-এইচ : পর্তুগাল, উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া, ঘানা

এক নজরে দেখে নিন এবারের বিশ্বকাপের ফিক্সচার-

তারিখসময় ম্যাচ ভেন্যু
২০ নভেম্বররাত ১০ টাকাতার বনাম ইকুয়েডরআল বাইত স্টেডিয়াম
২১ নভেম্বরসন্ধ্যা ৭টাইংল্যান্ড বনাম ইরানখলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম
২১ নভেম্বররাত ১০টা সেনেগাল বনাম নেদারল্যান্ডসআল থুমামা স্টেডিয়াম
২১ নভেম্বররাত ১টাযুক্তরাষ্ট্র বনাম ওয়েলসআহমেদ বিন আলি স্টেডিয়াম
২২ নভেম্বরবিকেল ৪টাআর্জেন্টিনা বনাম সৌদি আরবলুসাইল স্টেডিয়াম
২২ নভেম্বরসন্ধ্যা ৭টাডেনমার্ক বনাম তিউনিসিয়াএডুকেশন সিটি স্টেডিয়াম
২২ নভেম্বররাত ১০টামেক্সিকো বনাম পোল্যান্ডস্টেডিয়াম ৯৭৪
২২ নভেম্বররাত ১টাফ্রান্স বনাম অস্ট্রেলিয়াআল জানোব স্টেডিয়াম
২৩ নভেম্বরবিকেল ৪টামরক্কো বনাম ক্রোয়েশিয়াআল বাইত স্টেডিয়াম
২৩ নভেম্বরসন্ধ্যা ৭টাজার্মানি বনাম জাপানখলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম
২৩ নভেম্বররাত ১০টা স্পেন বনাম কোস্টারিকাআল থুমামা স্টেডিয়াম
২৩ নভেম্বররাত ১টাবেলজিয়াম বনাম কানাডাআহমাদ বিন আলী স্টেডিয়াম
২৪ নভেম্বরবিকেল ৪টাসুইজারল্যান্ড বনাম ক্যামেরুনআল জানোব স্টেডিয়াম
২৪ নভেম্বরসন্ধ্যা ৭টাউরুগুয়ে বনাম দক্ষিণ কোরিয়াএডুকেশন সিটি স্টেডিয়াম
২৪ নভেম্বররাত ১০টাপর্তুগাল বনাম ঘানাস্টেডিয়াম ৯৭৪
২৪ নভেম্বররাত ১টাব্রাজিল বনাম সার্বিয়ালুসাইল স্টেডিয়াম
২৫ নভেম্বরবিকেল ৪টাওয়েলস বনাম ইরানআহমাদ বিন আলী স্টেডিয়াম
২৫ নভেম্বরসন্ধ্যা ৭টাকাতার বনাম সেনেগালআল থুমামা স্টেডিয়াম
২৫ নভেম্বররাত ১০টানেদারল্যান্ডস বনাম ইকুয়েডর খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম
২৫ নভেম্বররাত ১টাইংল্যান্ড বনাম যুক্তরাষ্ট্রআল বাইত স্টেডিয়াম
২৬ নভেম্বরবিকেল ৪টাতিউনিসিয়া বনাম অস্ট্রেলিয়াআল জানোব স্টেডিয়াম
২৬ নভেম্বরসন্ধ্যা ৭টাপোল্যান্ড বনাম সৌদি আরবএডুকেশন সিটি স্টেডিয়াম
২৬ নভেম্বররাত ১০টাফ্রান্স বনাম ডেনমার্কস্টেডিয়াম ৯৭৪
২৬ নভেম্বররাত ১টাআর্জেন্টিনা বনাম মেক্সিকোলুসাইল স্টেডিয়াম
২৭ নভেম্বরবিকেল ৪টাজাপান বনাম কোস্টারিকাআহমাদ বিন আলী স্টেডিয়াম
২৭ নভেম্বরসন্ধ্যা ৭টাবেলজিয়াম বনাম মরক্কোআল থুমামা স্টেডিয়াম
২৭ নভেম্বররাত ১০টাক্রোয়েশিয়া বনাম কানাডাখলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম
২৭ নভেম্বররাত ১টাস্পেন বনাম জার্মানিআল বাইত স্টেডিয়াম
২৮ নভেম্বরবিকেল ৪টাক্যামেরুন বনাম সার্বিয়াআল জানোব স্টেডিয়াম
২৮ নভেম্বরসন্ধ্যা ৭টাদক্ষিণ কোরিয়া বনাম ঘানাএডুকেশন সিটি স্টেডিয়াম
২৮ নভেম্বররাত ১০টাব্রাজিল বনাম সুইজারল্যান্ড স্টেডিয়াম ৯৭৪
২৮ নভেম্বররাত ১টাপর্তুগাল বনাম উরুগুয়েলুসাইল স্টেডিয়াম
২৯ নভেম্বররাত ৯টানেদারল্যান্ড বনাম কাতারআল বাইত স্টেডিয়াম
২৯ নভেম্বররাত ৯টাইকুয়েডর বনাম সেনেগালখলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম
২৯ নভেম্বররাত ১টাইরান বনাম যুক্তরাষ্ট্রথুমামা স্টেডিয়াম
২৯ নভেম্বররাত ১টাওয়েলস বনাম ইংল্যান্ডআহমাদ বিন আলী স্টেডিয়াম
৩০ নভেম্বররাত ৯টাঅস্ট্রেলিয়া বনাম ডেনমার্কআল জানোব স্টেডিয়াম
৩০ নভেম্বররাত ৯টা তিউনিসিয়া বনাম ফ্রান্সএডুকেশন সিটি স্টেডিয়াম
৩০ নভেম্বররাত ১টাপোল্যান্ড বনাম আর্জেন্টিনাস্টেডিয়াম ৯৭৪
৩০ নভেম্বররাত ১টাসৌদি আরব বনাম মেক্সিকোলুসাইল স্টেডিয়াম
১ ডিসেম্বররাত ৯টাক্রোয়েশিয়া বনাম বেলজিয়ামআহমাদ বিন আলী স্টেডিয়াম
১ ডিসেম্বররাত ৯টাকানাডা বনাম মরক্কোআল থুমামা স্টেডিয়াম
১ ডিসেম্বররাত ১টা জাপান বনাম স্পেনখলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম
১ ডিসেম্বররাত ১টা কোস্টারিকা বনাম জার্মানিআল বাইত স্টেডিয়াম
২ ডিসেম্বররাত ৯টাঘানা বনাম উরুগুয়ে আল জানোব স্টেডিয়াম
২ ডিসেম্বররাত ৯টাদক্ষিণ কোরিয়া বনাম পর্তুগালএডুকেশন সিটি স্টেডিয়াম
২ ডিসেম্বররাত ১টা সার্বিয়া বনাম সুইজারল্যান্ডস্টেডিয়াম ৯৭৪
২ ডিসেম্বররাত ১টা ক্যামেরুন বনাম ব্রাজিললুসাইল স্টেডিয়াম

নক আউট পর্ব- শেষ ষোলো

৩ ডিসেম্বররাত ৯টাএ১-বি২খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম
৩ ডিসেম্বররাত ১টাসি১-ডি২আহমাদ বিন আলী স্টেডিয়াম
৪ ডিসেম্বররাত ৯টাডি১-সি২আল থুমামা স্টেডিয়াম
৪ ডিসেম্বররাত ১টাবি১-এ২আল বাইত স্টেডিয়াম
৫ ডিসেম্বররাত ৯টাই১-এফ২আল জানোব স্টেডিয়াম
৫ ডিসেম্বররাত ১টাজি১-এইচ২স্টেডিয়াম ৯৭৪
৬ ডিসেম্বররাত ৯টাএফ১-ই২এডুকেশন সিটি স্টেডিয়াম
৬ ডিসেম্বররাত ১টাএইচ১-জি২লুসাইল স্টেডিয়াম

কোয়ার্টার ফাইনাল

৯ ডিসেম্বররাত ৯টাই১-এফ২ জয়ী বনাম জি১-এইচ২ জয়ীএডুকেশন সিটি স্টেডিয়াম
৯ ডিসেম্বররাত ১টাএ১-বি২ জয়ী বনাম সি১-ডি২ জয়ীলুসাইল স্টেডিয়াম
১০ ডিসেম্বররাত ৯টাএফ১-ই২ জয়ী বনাম এইচ১-জি২ জয়ীআল থুমামা স্টেডিয়াম
১০ ডিসেম্বররাত ১টাবি১-এ২ জয়ী  বনাম ডি১-সি২ জয়ী আল বাইত স্টেডিয়াম

সেমিফাইনাল

১৩ ডিসেম্বররাত ১টাপ্রথম দুই কোয়ার্টার ফাইনালে জয়ী দলআল বাইত স্টেডিয়াম
১৪ ডিসেম্বররাত ১টাশেষ দুই কোয়ার্টার ফাইনালের জয়ী দললুসাইল স্টেডিয়াম

তৃতীয় স্থান নির্ধারণী

১৭ ডিসেম্বররাত ৯টাপরাজিত দুই সেমিফাইনালিস্টখলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম

ফাইনাল

১৮ ডিসেম্বররাত ৯টাসেমিফাইনালে দুই জয়ী দললুসাইল স্টেডিয়াম