ভোলার চরফ্যাশন থানা যুবদলের কমিটি গঠনকে কেন্দ্র করে এক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতা আনোয়ার হোসেন ছাড়াও আরও দুই নেতাকর্মী আহত হয়েছেন।

রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিবদমান দুই গ্রুপের মধ্যে এই সংঘর্ষ হয়।

জানা যায়, গত ১৪ নভেম্বর যুবদলের এক সাংগঠনিক ইউনিটের কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় নেতারা। কিন্তু এর বিরোধিতা করে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য নাজিম উদ্দিন আলমের সমর্থিত নেতাকর্মীরা নয়া পল্টন কার্যালয়ের সামনে অবস্থান নেন। এ সময় কার্যালয়ের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে একটি দোয়া মিলাদ অনুষ্ঠান চলছিল। 

সে সময় ভোলা থেকে আগত বিক্ষুব্ধ নেতাকর্মীরা বিএনপির কার্যালয়ে ইট পাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি স্বাভাবিক করতে কার্যালয়ে উপস্থিত নেতাকর্মীরা তাদের শান্ত করার উদ্যোগ নেন। কিন্তু চরফ্যাশনের নেতাকর্মীরা তাদের ওপরও হামলা করেন। এতে পুরো এলাকায় একটি ভীতসন্ত্রস্ত পরিবেশ তৈরি হয়। কার্যালয়ের মধ্যে দোয়া মহফিলের জন্য আগত মাদরাসার এতিম শিশুরাও আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। পরে পুলিশের হস্তক্ষেপে চরফ্যাশনের নেতাকর্মীরা সরে যায়।

এ ঘটনার পর দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন ছাত্রদল নেতাকর্মীরা।