সম্পাদক
আবদুর রহমান
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া-মিলাদ ও এতিমদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার নয়া পল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নিচে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ৫৮তম জন্মদিন উপলক্ষে এ দোয়া মিলাদ আয়োজন করা হয়।
এ দিন সকাল আটটা থেকে কোরআন খতম কর্মসূচি পালন করেন ঢাকার একটি মাদ্রাসার শিক্ষার্থীরা। পরে দেশ ও দলের চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তি এবং সারাদেশে অসুস্থ নেতাকর্মীদের জন্য দোয়া পরিচালনা করা হয়। শেষে এতিম হাফেজ শিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন স্বেচ্ছাসেবের দলের কেন্দ্রীয় নেতারা।
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজীব আহসানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ দোয়া মিলাদে এ সময় উপস্থিত ছিলেন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, বিএনপি নেতা ফজলুল হক মিলন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী শপু, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান, সংগঠনের বর্তমান সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান সহ আরও অনেকে।