সম্পাদক
আবদুর রহমান
ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে সোমবারের ভূমিকম্পে অনেক শিশু হতাহত হয়েছে যারা ঘটনার সময় স্কুলে ছিল। উদ্ধারকারীরা এই তথ্য জানিয়েছেন। জাভার সিয়াঞ্জুরে আঘাত হানা ৫ দশমিক ৬ মাত্রার এই ভূমিকম্পে মঙ্গলবার দুপুর পর্যন্ত ২৫২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
১৪ বছর বয়সী শিক্ষার্থী আপ্রিজাল মুলইয়াদি বলে, ‘স্কুলকক্ষ ধসে পড়ার পরে আমার পা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যায়।
বিজ্ঞাপনআমার বন্ধু জুলফিকার আমাকে টেনে তোলে। তবে পরে সে নিজেই আটকা পড়ে মারা যায়। ’
আপ্রিজাল আরো বলে, ‘দ্রুত সব কিছু ঘটে যায়। দেয়াল ও ছাদ ভেঙে যাওয়ার পর সবাই আটকে পড়ে। ’
ইন্দোনেশিয়ার ন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সির কর্মকর্তা হেনরি আলফিয়ান্দি নিশ্চিত করেছেন, নিহতদের মধ্যে অনেকেই অল্পবয়স্ক। তিনি বলেন, ‘হতাহতদের বেশিরভাগই শিশু। কারণ দুপুর ১টা পর্যন্ত তারা স্কুলে ছিল। ’
কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পে দুই হাজারের বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্তত ১৩ হাজার মানুষকে উদ্ধার করা হয়েছে।
সূত্র: বিবিসি।