নিউজ ডেস্ক: শুরুটা দারুণ করেও শেষ পর্যন্ত জয় পেল না যুক্তরাষ্ট্র। অন্যদিকে সব মলিনতা ঝেড়ে ফেলে বিরতির পর ভালো খেলেছে ওয়েলস। ঘর সামলাতে ব্যস্ত হয়ে পড়ল দলটি, যদিও পারল না। শেষ দিকে গ্যারেথ বেলের গোলে মূল্যবান একটি পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল ওয়েলস।  

মঙ্গলবার আল রাইয়ানের আহমেদ বিন আলি স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচটি ১-১ গোলে ড্র হলো। সেই ১৯৫৮ বিশ্বকাপের পর আবার বিশ্বসেরার মঞ্চে ফেরাটা দ্বিতীয়ার্ধের পারফরম্যান্সে বেশ হলো ওয়েলসের।

প্রথমার্ধে একচেটিয়া আধিপত্য করা যুক্তরাষ্ট্র টিম ওয়েহর গোলে এগিয়ে যায়। কিন্তু বিরতির পর তাদের সেভাবেই খুঁজেই পাওয়া গেল না। আক্রমণাত্মক ফুটবল খেলে শেষ দিকে সমতা টানল ওয়েলস।

কয়েক প্রজন্মের অপেক্ষা শেষে বিশ্বকাপে ফেরার ম্যাচের শুরুতেই নিজেদের ভুলে গোল খেতে বসেছিল ওয়েলস। যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড টিম ওয়েহ ক্রস বাড়ান ছয় গজ বক্সের মুখে। তাতে তেমন কোনো হুমকি ছিল না, কিন্তু হেডে ঠেকাতে গিয়ে আত্মঘাতী হতে বসেছিলেন জো রোডন। গোলরক্ষক সোজা বল যাওয়ায় সে যাত্রায় রক্ষা হয়।

তবে গোলরক্ষক ওয়েন হেনেসি বল নিয়ন্ত্রণে রাখতে না পারায় আবার আক্রমণ শানায় যুক্তরাষ্ট্র। দুরূহ কোণ থেকে জশ সার্জেন্টের শট পোস্টের বাইরের দিকে লাগে।

বলদখলের পাশাপাশি আক্রমণে আধিপত্য ধরে রেখে খেলতে থাকে যুক্তরাষ্ট্র। নিজেদের সীমানা থেকে সেভাবে বেরই হতে পারছিল না ওয়েলস।

খেলার ৩৬তম মিনিটে তারা পেয়ে যায় কাঙ্ক্ষিত গোলও। ডিবক্সে দারুণ থ্রু বল বাড়ান চেলসির মিডফিল্ডার ক্রিস্তিয়ান পুলিসিক আর প্রথম ছোঁয়ায় সাইড ফুট শটে আগুয়ান গোলরক্ষককে পরাস্ত করেন লিলের ফরোয়ার্ড ওয়েহ।

বিরতির পর তেতে ওঠে ওয়েলস। খেলতে থাকে উজ্জীবিত ফুটবল। তাদের আক্রমণগুলো নিখুঁত না হলেও প্রতিপক্ষকে কোণঠাসা করে রাখে ঠিকই।

৬৪তম মিনিটে সমতা টানার দারুণ সুযোগ আসে তাদের সামনে। ডান দিক থেকে ডি-বক্সে উড়ে আসা বল ডাইভিং হেড নেন বেন ডেভিস, কোনোমতে এক হাত দিয়ে বল ক্রসবারের ওপর দিয়ে পাঠান ম্যাট টার্নার। ওই কর্নারেই কিফার মুরের হেড ক্রসবারের সামান্য ওপর দিয়ে বেরিয়ে যায়।

তাদের টানা প্রচেষ্টার ফল মেলে ৮২তম মিনিটে। সফল স্পট কিকে দলকে উচ্ছ্বাসে ভাসান বেল। ডিবক্সে তিনি নিজেই ফাউলের শিকার হলে পেনাল্টিটি পায় ওয়েলস। ঠিক দিকেই ঝাঁপিয়েছিলেন গোলরক্ষক টার্নার, কিন্তু বুলেট গতির শটের জবাব ছিল না তার।

বেলকে বলা হয় বড় মঞ্চের তারকা, সেটিই যেন আবারও প্রমাণ হলো। বাছাইয়ের প্লে-অফে দুই ম্যাচে দলকে জেতানোর পথে তিন গোলের সবকটি করেছিলেন তিনি। এবার এখানে বিশ্বকাপে প্রথম খেলতে নেমেও দলের রক্ষাকর্তা বেল।

এই পেনাল্টি গোলে ওয়েলসকে মূল্যবান পয়েন্ট এনে দেন গ্যারেথ বেল। জাতীয় দলের হয়ে ৩৩ বছর বয়সি উইঙ্গারের গোল হলো ৪১টি। এর ৩৫টিই তিনি করেছেন প্রতিযোগিতামূলক ম্যাচে!

৭ মিনিট পর জয়সূচক গোলের দেখাও পেতে পারতো তারা। প্রতি-আক্রমণে ডিফেন্ডারদের পেছনে ফেলে বক্সে ঢুকে পড়েন ব্রেনান জনসন। কিন্তু কাছাকাছি কোনো সতীর্থের দেখা না পেয়ে গোলরক্ষক বরাবর দুর্বল শট নিয়ে হতাশ করেন তিনি।

এমন সুবর্ণ সুযোগ হারানোর হতাশা দিনশেষে আরও বড় হয়ে ওঠে। জয়ের সম্ভাবনা জাগিয়েও যে ইতিহাস গড়তে পারল না ওয়েলস।

রোববার শুরু হওয়া কাতার বিশ্বকাপে এই প্রথম কোনো ম্যাচ ড্র হলো। আগের তিনটি ম্যাচই খুঁজে পেয়েছে বিজয়ী।