সম্পাদক
আবদুর রহমান
ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অপহরণ করে ইসলামী প্রজাতন্ত্র ইরানে দাস হিসেবে নিয়ে আসার ইচ্ছা পোষণ করেছেন দেশটির ইসলামী বিপ্লবী বাহিনীর (আইআরজিসি) একজন কমান্ডার।
ইসরায়েলি পত্রিকা জেরুসালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ইসফাহানে রাষ্ট্রনিয়ন্ত্রিত বাহার নিউজকে আইআরজিসির কমান্ডার মোজতবা ফাদা এ কথা বলেছেন।
মোজতবা ফাদা বলেন, ‘ইহুদিবাদী রাষ্ট্রের সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আশা করেছিলেন ইরানে বিক্ষোভ তাকে তেহরান সফরে নিয়ে আসবে। কিন্তু সৃষ্টিকর্তার ইচ্ছায় ইসলামী প্রজাতন্ত্র বিজয়ী হবে এবং স্লেভ কলার (দাসদের গলার কলার) ও জামা পরিয়ে ইরানে নিয়ে আসা হবে।’
এ সময় ফাদা ইহুদি রাষ্ট্রকে ধ্বংসের আহ্বান জানান এবং ইসরায়েলি শাসকদের শিশু হত্যাকারী হিসেবে অভিহিত করেন।
ইসফাহানে চলমান বিক্ষোভ দমন করতে গিয়ে মারা যাওয়া আইআরজিসি সদস্যদের শেষকৃত্যে যোগ দিতে এসে এসব কথা বলেন ফাদা।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানি শাসকদের কট্টর বিরোধী। তিনি পরমাণু ইস্যুতে বেশ কয়েকবার পশ্চিমা বিশ্বের প্রতি ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের আহ্বান জানিয়েছিলেন।
এ ছাড়া চলমান বিক্ষোভেও তিনি আন্দোলনকারীদের প্রতি সমর্থন জানিয়েছেন।
১৬ সেপ্টেম্বর নৈতিকতা পুলিশের হেফাজতে কুর্দি তরুণী মাহসা আমিনির মৃত্যুর পর শুরু হওয়া চলমান বিক্ষোভের জন্য ইসরায়েল ও পশ্চিমাদের দায়ী করে আসছে ইরানি শাসক গোষ্ঠী।
তবে ইসরায়েলসহ পশ্চিমা দেশগুলো বিক্ষোভের শুরু থেকেই আন্দোলনকারীদের প্রকাশ্যে সমর্থন দিয়ে আসছে। এমনকি বিক্ষোভকারীদের প্রতি নৃশংস আচরণের দায়ে আইআরজিসির বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র, কানাডাসহ পশ্চিমা দেশগুলো।