ষ্টাফ রিপোর্টার :

কিশোরগঞ্জে দুইদিন ব্যাপী জেলা সাহিত্য মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে জেলা শিল্পকলা একাডেমীতে বেলুন উড়িয়ে এই মেলার উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। মেলা উদ্বোধনের পরে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের এমপি ডা:সৈয়দা জাকিয়া নূর লিপি,সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আবুল মনসুর,বাংলা একাডেমীর যুগ্ন সচিব এ.এইচ.এম লোকমান,জেলার পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম বার,জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. বীরমুক্তিযোদ্ধা জিল্লুর রহমান,জেলা আ.লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা এড.এম এ আফজল। এতে প্রধান বক্তা ছিলেন বাংলা একাডেমীর মহাপরিচালক কবি মুহাম্মদ নুরুল হুদা। এসময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম মোস্তফা,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নুরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফারজানা খানম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এটিএম ফরহাদ চৌধুরি,জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চুসহ অন্যান্য কর্মকর্তা এবং কবি সাহিত্যিকরা উপস্থিত ছিলেন। ২ দিন ব্যাপি এ সাহিত্য মেলায় রয়েছে প্রবন্ধ পাঠ ও আলোচনা,লেখক কর্মশালা,সাংস্কৃতিক অনুষ্ঠান,সাহিত্য পাঠ, কবিতা /ছড়া/ গল্প/ উপন্যাস/ নাটক পাঠের আসর। সাহিত্য মেলায় বিভিন্ন জাতি গোষ্ঠীর সাহিত্য নিয়ে কাজ করা কবি সাহিত্যিকরা অংশ গ্রহণ করেন।