স্টাফ রিপোর্টারঃ
খুলনার দাকোপ উপজেলার ৯নং বানীশান্তা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের “পশ্চিম বানীশান্তা সার্ব জনীন শ্রী শ্রী হরি মন্দিরের” ফাউন্ডেশন কাজের শুভ উদ্ভোধন সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়েছে। উল্লেখিত মন্দিরের ফাউন্ডেশন কাজের শুভ উদ্ভোধন করেন ৯নং বানীশান্তা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বানীশান্তা ইউনিয়নের বার বার নির্বাচিত চেয়ারম্যান সুদেব কুমার রায়। এছাড়াও আরও উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মৃণাল কান্তি মন্ডল, ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্যা পাপিয়া মিস্ত্রী, সাবেক ইউপি সদস্য মনোজ রায়, শিক্ষক সঞ্জয় রায়, যুবলীগ নেতা বরকত উল্লাহ, শিপন খলিফা, সুশান্ত রায়, সুজিত রায় সহ অত্র গ্রামের সুধীজন। “পশ্চিম বানীশান্তা সার্ব জনীন শ্রী শ্রী হরি মন্দিরের” ফাউন্ডেশন কাজের শুভ উদ্ভোদন অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন উক্ত হরি মন্দিরের সভাপতি ও ৪নং ওয়ার্ডের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দেবব্রত মন্ডল এবং উক্ত হরি মন্দিরের সম্পাদক ও পশ্চিম বানিশান্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার মন্ডল।