ষ্টাফ রিপোর্টার :

গাজীপুরের কালিয়াকৈরের ঢাকা – টাঙ্গাইল বাইপাস রোডের শ্রীফলতলী হাসপাতাল মোড় এলাকায় আজ (বৃহস্পতিবার) সন্ধ্যা সাড়ে ছয়টায় রাস্তা পারাপারের সময় মোটরবাইকের ধাক্কায় একজন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।

নিহত ব্যক্তির নাম পূর্ণলাল সরকার (৬০), তার বাড়ি কালিয়াকৈরের শ্রীফলতলী গ্রামে (হাসপাতালের পশ্চিম পার্শে)।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর সুত্রে জানা যায়, প্রতিদিনের মতো কাজ শেষে শ্রীফলতলী নিজ বাড়িতে ফেরার পথে হাসপাতাল মোড়ের পূর্বপাশ থেকে পশ্চিমা পাশে পার হয়ে আসার সময় মহাসড়কে চলমান এক মোটরসাইকেলের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। এতে পুর্ণলাল সরকার মাথায় ও পায়ে আঘাত পান। ঘাতক মোটরসাইকেল আরোহী তার বাইক রাস্তায় ফেলে রেখে পালিয়ে গেছে। পরে ঘটনাস্থলে উপস্থিত লোকজন তাকে ধরাধরি করে নিকটবর্তী কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসেন। হাসপালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত পুর্ণলালের পরিবারের লোকজন পরে তাকে সৎকার করার জন্য বাড়িতে নিয়ে যান।

এলাকাবাসী সুত্রে আরও জানা যায় হাসপাতাল মোড়ের পাশে পথচারীদের পারাপারের জন্য সরকার ফুটওভার ব্রিজ নির্মাণ করে দিলেও অধিকাংশ পথচারী ফুটওভার ব্রিজ ব্যবহার না করে জীবনের ঝুঁকি নিয়ে রোড ডিভাইডার টপকে রাস্তা পার হন। ফলে বিগত দিনে এভাবে রাস্তা পার হতে গিয়ে রোড এক্সিডেন্টের শিকার হয়ে অনেক মানুষ নিহত হয়েছেন।