সম্পাদক
আবদুর রহমান
ষ্টাফ রিপোর্টার :
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ট্রেনের ধাক্কায় আব্দুল ওহাব (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
এসময় ট্রেনের ধাক্কায় তার মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়।
মঙ্গলবার (২২ নভেম্বর) রাত সাড়ে ৭ টার দিকে আদিতমারী থানা সংলগ্ন রেললাইন রেল ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল ওহাব আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নের বড়াবাড়ী গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পাটগ্রাম থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী করতোয়া এক্সপ্রেস ট্রেনটি আদিতমারী রেলস্টেশন এলাকায় পৌঁছানোর পূর্বেই একশ গজ দূরে এ দুর্ঘটনা ঘটে। এসময় আব্দুল ওহাব মোটরসাইকেল যোগে রেললাইন পার হচ্ছিলেন। এসময় ট্রেনে ধাক্কায় মাথা ও দুইপায়ে আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলে নিহত হন।
এসময় তার মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। পরে তাকে এলাকাবাসী উদ্ধার করে আদিতমারী হাসপাতালে নিয়ে যান।
আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মেডিকেল অফিসার ডাঃ আশরাফুজ্জামান জানান, হাসপাতালের নেয়ার আগেই তার মৃত্যু হয়েছে।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি লালমনিরহাট রেলওয়ে থানায় পুলিশের।