সম্পাদক

আবদুর রহমান

শিবপুর (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদীর শিবপুরে সিএনজি চালিত অটোরিকশা ও পিকআপ ভ্যান মুখোমুখি সংঘর্ষে কামরুল ইসলাম সরকার (৪৫) নামে এক সিএনজি চালক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২২ নভেম্বর) রাত সারে সাতটার দিকে উপজেলার দুলালপুর গড়বাড়ী আঞ্চলিক সড়কে দুলালপুর ইউনিয়ন পরিষদের সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত কামরুল ইসলাম সরকার পলাশ উপজেলার ফুলবাড়িয়া এলাকার নুরুল ইসলামের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া।

পুলিশ ও স্থানীয়রা জানান, কামরুল ইসলাম সরকার সিএনজি চালিত অটোরিকশা নিয়ে দুলালপুর বাজার থেকে গড়বাড়ী বাজারে যাওয়ার পথে দুলালপুর ইউনিয়ন পরিষদের সামনে আসলে গড়বাড়ী থেকে ছেড়ে আসা পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে মুচড়ে যাওয়া সিএনজি চালিত অটোরিকশা চালক কামরুল ইসলাম সরকার ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে শিবপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।

ওসি সালাউদ্দিন মিয়া বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। সিএনজি চালিত অটোরিকশা ও পিকআপ ভ্যান দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।