
ওমর ফারুক
স্টাফ রিপোর্টার:
কুড়িগ্রামে মোটরসাইকেল শোভাযাত্রা বের করেছে ব্রাজিল সমর্থকরা। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিকেল ৩টার দিকে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠ থেকে শোভাযাত্রাটি বের হয়ে পৌরশহর প্রদক্ষিণ করে।
শোভাযাত্রায় আসা ব্রাজিল সমর্থক মো. রাজু আহমেদ বলেন, বাংলাদেশের নাগরিক আমি। এ দেশকে বেশি ভালোবাসি। তবে ফুটবল বিশ্বকাপকে ঘিরে মনপ্রাণ দিয়ে ব্রাজিল টিমকে সমর্থন করি ও ভালোবাসি। আমার বিশ্বাস ২৫ নভেম্বর কাতার বিশ্বকাপে সার্বিয়াকে ৩ গোলে পরাজিত করবে ব্রাজিল।
আল-আমিন নামের আয়োজকদের একজন বলেন, ব্রাজিল ফুটবল দলকে ভালোবেসে শোভাযাত্রার আয়োজন করেছি। ব্রাজিলকে ভালোবেসে সবাই এ শোভাযাত্রায় অংশ নিয়েছেন। আমাদের আশা ব্রাজিল এবার বিশ্বকাপ ট্রফি হাতে নিয়ে দেশে ফিরবে।