স্টাফ রিপোর্টার:
গলাচিপা উপজেলায় মৎস্য অধিদপ্তর ও পুলিশের যৌথ অভিযানে রামনাবাদ, বুড়াগৌরাঙ্গ, তেতুলীয়া ও আগুনমুখা নদী থেকে, গত বুধবার দিনগত রাতে অবৈধ ৫টি বেহুন্দি, ১০টি চরঘেরা জাল জব্দ করে, গলাচিপা বোয়ালিয়া ঘাটে অগ্নি সংযোগ করে পুরিয়ে ফেলে । অভিযান পরিচালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ও গলাচিপা থানার এ এস আই মো. মশিউর রহমান সহ পুলিশ ও মৎস্য কর্মকর্তা, কর্মচারী বৃন্দ। উল্লেখ্য নানা প্রজাতির ছোট ছোট মাছ, ঐ বেহুন্দি ও বেড় জাল দিয়ে মৎস্য সম্পদ ধংস করে। জব্দ কৃত জালের মূল্য প্রায় ২লাখ টাকা বলে কর্তৃপক্ষ
জানায়।