স্টাফ রিপোর্টারঃ
পুলিশই জনতা,জনতাই পুলিশ’এই শ্লোগানে পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদক,সন্ত্রাস, জঙ্গিবাদ,বাল্যবিবাহ,ইভটিজিং, টিকটক,কিশোর গ্যাং রোধে ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওপেন হাউজ ডে ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার(২৪ নভেম্বর)সকাল ১০ টায় সিরাজদিখান থানা পুলিশের আয়োজনে উপজেলার বালুচর ইউনিয়নের খাসকান্দি গ্রামে বালুচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী আওলাদ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন বিপিএম, পিপিএম।এসময় প্রধান অতিথি অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক , জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে পুলিশের সেবার মান নিয়ে অভিযোগ,করনীয় ও পরামর্শ বিষয়ে অলোচনা করেন তিনি।
অফিসার ইনচার্জ একে এম মিজানুল হক এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব,অতিরিক্ত পুলিশ সুপার আদিবুল ইসলাম,সিনিয়র সহকারি পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মোস্তাফিজুর রহমান রিফাত,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী আবু বক্কর,সিরাজদিখান প্রেসক্লাবের সাবেক সভাপতি ইমতিয়াজ উদ্দিন বাবুল,বালুচর ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান আমিনউদ্দীন চৌধুরী,উপজেলা আওয়ামী লীগ সদস্য এ এস এম শাহাদাত হোসেন প্রমুখ।