
স্টাফ রিপোর্টার:
নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার সদ্য প্রয়াত জননন্দিত মেয়র আলা উদ্দিন আলাল এর স্মরণে এক দোয়া ও গণভোজের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদ সদস্য ও প্রয়াত মেয়রের স্ত্রী সুরমী আক্তার সুমি সকল শ্রেনী- পেশার মানুষদের নিয়ে এ গণভোজের আয়োজন করেন।
তেরী বাজার এলাকার বাসভবন চত্ত্বরে আয়োজিত গণভোজে অন্যান্যদের মধ্যে উপজেলা আ‘লীগের সভাপতি উসমান গণি তালুকদার, প্যানেল মেয়র মশিউজ্জামান বাদল, উপজেলা আ‘লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. সাজ্জাদুর রহমান সাজ্জাদ, উপজেলা ভাইসচেয়ারম্যান সাদ্দাম আকঞ্জি, পৌর আ‘লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, পৌর কাউন্সিলরবৃন্দ, বণিক সমিতির নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, গণমাধ্যম নেতৃবৃদ, শ্রমিক ও পেশাজীবি মানুষ উপস্থিত ছিলেন। এছাড়া শুক্রবার বাদ জুম্মা উপজেলার সকল মসজিদে প্রয়াত মেয়রের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া‘র আয়োজন করা হয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.