স্টাফ রিপোর্টারঃ
আশিকুর রহমান পাভেল ছিলেন এম এমকে ড্রাইং প্রিন্টিং ফিনিশিং ইন্ডাস্ট্রি-ভগীরথপুর মাধবদী নরসিংদী’র পরিচালক আ. মোমেন মোল্লার একমাত্র ছেলে। ২০১৬ এর ১৭ ই আগস্টে মর্মান্তিক রোড এক্সিডেন্টে কয়েকজন বন্ধুসহ পরপারে পারি জমান তিনি। তাদের এই মর্মান্তিক চলে যাওয়া স্মরণীয় করে রাখতে এবং শহীদ পাভেল ও তার বন্ধুদের রূহের মাগফিরাত কামনায় প্রতিনিয়ত ফাউন্ডেশন এর পরিচালক আ. মোমেন মোল্লা নানাবিধ মানবিক কর্ম করে থাকেন। এরমধ্যে অন্যতম কয়েকশত নারী-পুরুষ কে নগদ অর্থ এবং সকালের নাস্তা প্রদান করে প্রতি পনের দিন পরপর ভগীরথপুর হাজী লালা মিয়া উচ্চ বিদ্যালয়ে। এছাড়াও শিশুদের মাঝে নানা বিনোদনমূলক ও তাদের শিক্ষানুরাগী করতে উৎসাহ প্রদান করা হয় এখানে।
এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন, মেহেরপাড়া ইউনিয়ন এর ৩নং ওয়ার্ডের সাবেক মেম্বার আহমদ আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নাতে রাসুল এবং দোয়া পরিচালনা করেন কাজী ইসমাইল হোসেইনী।