সম্পাদক
আবদুর রহমান
নিউজ ডেস্ক :
ঘানা স্বর্ণসমৃদ্ধ দেশ। অন্য দেশের মতো ডলারের বিপরীতে তাদের মুদ্রার মান সম্প্রতি ধারাবাহিকভাবে কমছে। ফলে জীবনযাপনের ব্যয় বাড়ছে। এ অবস্থায় স্বর্ণের বিনিময়ে জ্বালানি তেল ক্রয়ের চিন্তা করছে পশ্চিম আফ্রিকার দেশটি।
রয়টার্স জানায়, বৃহস্পতিবার (২৪ নভেম্বর) ঘানার ভাইস-প্রেসিডেন্ট মাহামুদু বাউমিয়া ফেসবুকে লেখেন, ‘ডলার নয়, স্বর্ণের বিনিময়ে তেল কিনতে চাই আমরা। এ জন্য একটি রূপরেখা প্রণয়নের কাজ চলছে। এটি বাস্তবায়িত হলে আমাদের বাণিজ্য ভারসাম্যে বড় পরিবর্তন আসবে। আমাদের মুদ্রার ওপর চাপ কমবে।’
ইউক্রেন যুদ্ধ শুরুর পর কয়েক দফায় সুদহার বাড়িয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক (ফেড)। ডলার মোড়ানো বিশ্বে ফেডের এ সিদ্ধান্ত প্রতিটা দেশের মুদ্রাকে ধাক্কা দিয়েছে। ডলারের বিপরীতি মুদ্রাগুলোর মান হারার ধারা এখনো অব্যাহত রয়েছে। ফলে আমদানি ব্যয় মেটাতে টান পড়ছে কেন্দ্রীয় ব্যাংকগুলোর ভান্ডারে। পরিস্থিতি মোকাবিলায় নানান পদক্ষেপ নিচ্ছে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকগুলো।