স্টাফ রিপোর্টারঃ

ভোলার চরফ্যাশনে বেতুয়া প্রশান্তি পার্কে ভোলা জেলার এসএসসি ৯৭‘ব্যচের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল থেকে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানের মধ্য ছিল পরিচিতি পর্ব, আলোচনা সভা ও সংস্কৃতিক অনুষ্ঠান।
এইসময় অতিথি হিসাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান, সহকারী কমিশনার ভূমি, ওসি মোরাদ হোসেন, চরফ্য্যাশন সাংবাদিক কল্যাণ তহবিলের সভাপতি ইয়াছিন আরাফাত, সাধারন সম্পাদক আমির হোসেন, কোষাধ্যক্ষ মিজান নয়ন দৈনিক জনতা প্রতিনিধি মাহবুব আলম নাজমুল উপস্থিত ছিলেন।ভোলা জেলার প্রায় ৫শতাধিক বিভিন্ন স্থানে সরকারি-বে-সরকারি ও ব্যবসায়ীবৃন্দ ৯৭‘ব্যচের সদস্যগন উপস্থিত ছিলেন।তারা অসহায় পরিবারের পাশে দাড়ানোর জন্যে কাজ করবেন বলে জানা গেছে। সন্ধ্যায় সংস্কৃতি অনুষ্ঠান ও লটারী দিয়ে অনুষ্ঠান সম্পন্ন করা হয়।