ষ্টাফ রিপোর্টার :

রাজবাড়ী কালুখালী উপজেলার দূর্গাপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে ফেনসিডিল সহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

জানাযায়, শনিবার (২৬ নভেম্বর) বেলা ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. হেমায়েত হোসেন, এসআই সনজিব জোয়াদ্দার সঙ্গীয় ফোর্সসহ জেলার কালুখালী উপজেলাধীন দূর্গাপুর বাসস্ট্যান্ড এলাকার জনৈক আকরাম এর দোকানের সামনে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের উপর হতে ৭০ বোতল ফেনসিডিল সহ তাদেরকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত দুই মাদক কারবারি, কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের ধলসা এলাকার মো. নজর আলী মল্লিকের ছেলে মো. রাসেল মল্লিক (২২) ও একই উপজেলার আমলা ইউনিয়নের কুসাবাড়ীয়া এলাকার মো. জাফর মন্ডলের ছেলে মো. জীবন মন্ডল (২৩)।

শনিবার (২৬ নভেম্বর) বিকেল ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস। তিনি আরও জানান, আটককৃত আসামীদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।