ষ্টাফ রিপোর্টার :

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের চাকলাপাড়া মহেশপুর গ্রামে ডা: মোঃ আবু নছর নুরুল ইসলাম চৌধুরীর জমি থেকে ধান কেটে ট্রলিতে করে নিয়ে যাওয়ার সময় প্রতিপক্ষরা ট্রলি থেকে ১০২ বস্তা ধান ছিনতাই করে নিয়ে যায় খেতাব উদ্দীন গংরা।
ফুলবাড়ী উপজেলার পৌরসভা এলাকার কাঁটাবাড়ী গ্রামের মোঃ আমিনুল ইসলাম চৌধুরীর পুত্র ডা: মোঃ আবু নছর নুরুল ইসলাম চৌধুরীর ফুলবাড়ী থানায় গত ২৪/১১/২০২২ ইং তারিখে দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, চলতি আমন মৌসুমে মহেশপুর মৌজায় ১১ একর ৪০ শতক জমিতে আমন ধান চাষ করেন ডা: মোঃ আবু নছর নুরুল ইসলাম চৌধুরীর ও তার চাচা মমতাজ হাসান চৌধুরী। উক্ত ১১ একর ৪০ শতক জমি কবলা দলিল মূলে মালিক হয়ে দীর্ঘ দিন ধরে ভোগদখল করে আদিয়ার দ্বারা চাষবাদ করে আসছি। প্রতিপক্ষ মোঃ খেতাব উদ্দীন (৬৫), মশিউর রহমান মশি (৫০), মোঃ আতিউর রহমান আতি (৪৮), সর্ব পিতা মৃত খয়ের উদ্দীন মোঃ জাহাঙ্গীর (৩৫) পিতা খেতাব উদ্দীন মোঃ লাবু (৩৫) পিতা মোঃ আতিউর রহমান আতি, মোঃ সুমন (২২) পিতা: মোঃ বাবু, মোঃ লাবিব (২০) পিতা মোঃ আতিয়ার রহমান সর্ব সাং-ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের চাকলা পাড়া মহেশপুর গ্রাম। গত ২৪/১১/২০২২ ইং তারিখ সকাল থেকে উক্ত জমিতে আমন ধান কাটার জন্য কমবাইন্ড হারভেষ্টার মেশিন দ্বারা ধান কাটা শুরু হয় ও বস্তা করা হয়। বিকেল সাড়ে ৪টার দিকে ১২৫ বস্তা ধান ২টি ট্রলিতে করে মহেশপুর রাস্তা দিয়ে রিফাতের মিল চাতালে শুকানোর জন্য নিয়ে যাওয়ার সময় বিকেল ৫টায় অজ্ঞাত নামা সহ উল্লেখ্য ব্যক্তিরা পূর্ব পরিকল্পিত ভাবে সংঘবদ্ধ হয়ে জোর পূর্বক ট্রলি ড্রাইভার কে ধারালো অস্ত্র ঠেকিয়ে জীবন নাশের হুমকি দেয় এবং মারপিট করে ধান ছিনতাই করে নিয়ে যায়। এই ঘটনায় গত ২৪/১১/২০২২ ইং তারিখে ৭জনকে অভিযুক্ত করে ডা: মোঃ আবু নছর নুরুল ইসলাম চৌধুরীর ফুলবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এই ঘটনায় ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ আশ্রাফুল ইসলাম এর সাথে গত কাল শনিবার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, তদন্ত সাপেক্ষে মামলা হয়েছে অচিরেই আসামীদেরকে আইনের আওতায় আনা হবে। অভিযোগকারী ডা: মোঃ আবু নছর নুরুল ইসলাম চৌধুরীর জানান, উক্ত জমি আমাদের কিন্তু প্রতিপক্ষরা জোর করে জমি দখলের পায়তারা করে আসছে তাদের কোন বৈধতা নাই। সে একজন মামলাবাজ ও এলাকার অপরাধী চক্রের হোতা।