স্টাফ রিপোর্টারঃ
নবাগত ফুলবাড়ী পুলিশ ফাঁড়ি অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জালাল উদ্দিন পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) এবং মেডিকেল পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোস্তাফিজুর রহমান পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) সঙ্গে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি বগুড়া জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার এর নেতৃত্বে জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দরা সৌজন্য সাক্ষাৎ করেন।
সেই সময় উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার সমিতির জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ আরমান, সহ-সভাপতি মোঃ আবু রায়হান, নন্দীগ্রাম উপজেলা কমিটির সভাপতি তানসেন আলী মন্টু, নন্দীগ্রাম উপজেলা মানবাধিকারকর্মী হাফসা পারভিন, জেলা কমিটির সদস্য রায়হান প্রমুখ।
সেই সময় বগুড়া জেলার চলমান আইনশৃঙ্খলার পরিস্থিতির নানান বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সেই সময় তাহারা জাতীয় মানবাধিকার সমিতির জেলা কমিটির নেতৃবৃন্দদেরকে নানান দিক ও বিষয় বস্তু নিয়ে নির্দেশনামূলক পরামর্শ দেয়। সেই সঙ্গে তাদের আইনশৃংখলার বিষয়ক প্রত্যেকটি কাজে সব সময় সার্বিক সহযোগিতা আশ্বাস প্রদান করে।।