স্টাফ রিপোর্টারঃ


মুন্সীগঞ্জে আনন্দ উৎসবমুখর পরিবেশে ও বিভিন্ন আয়োজনে ম‌ধ্যে দি‌য়ে আহম্মাদ আরফিনের তৃতীয় জন্মবার্ষিকী পালিত হয়েছে।
মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর এলাকায় নিজ বাসভবনে তৃতীয় জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া ছাড়াও কেক কেটে উদযাপন করা হয়।

আহম্ম‌াদ আরফিন ২৫ নভেম্বর ২০১৯ সালে মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর এলাকায় মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন।

তার পিতা মোঃসুমন হোসেন,মাতা জান্নাতুল ফেরদৌস যুথী তিনি একজন গৃহিনী।আহম্মাদ আরফিনের পিতা মোঃসুমন হোসেন,তিনি জাতীয় দৈনিক পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে দীর্ঘদিন ধ‌রে দা‌য়িত্ব পালন ক‌রে আসছে ।

এ সময় উপস্থিত ছিলেন, সোহানা আক্তার চাহাত,মাইমুনা আক্তার ছাফা,নুসরাত জাহান নাফিজা,সাইফুল ইসলাম নাফিজ,জান্নাতুল ফেরদৌস রিয়া,জীহাদুল ইসলাম জিহাদ,আদিবা ইসলাম তোহা,তাশপ্রিয়া ইসলাম, সাদমান ইসলাম,অদি,আহানাফ, তৌহিদুল ইসলাম,দাদী,নানা, নানী সহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন।