
ওমর ফারুক
স্টাফ রিপোর্টারঃ
বরিশাল জেলার উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের ভবানীপুর হাজী তাদের উদ্দিন ইসলামী ডিগ্রী কলেজ মাঠ প্রাঙ্গনে
মহা পবিত্র বিশ্ব উরস শরীফ ২০২৩ উপলক্ষে দাওয়াতী ইসলামী জলসা অনুষ্ঠিত হয়
প্রধান বক্তা ছিলেন
মাওলানা মোঃ আব্দুল গাফফার নেছারী,খাদেম বিশ্ব ওলি বেছালাত মঞ্জিল থেকে আগত।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,মাও: হযরত আলী খাদেম বিশ্ব ওলি বেছালাত মঞ্জিল থেকে আগত।
সভাপতি: মোঃ রাশেদ আলম সিদ্দক হাওলাদার,
জাকের পার্টি উজিরপুর থানা দোয়া ও মোনাজাতের মধ্যে দিয়ে দাওয়াতী জলসা সম্পূর্ণ হয়
তারপরে সর্বশেষ তাবারকের ব্যবস্থা করা হয়।