স্টাফ রিপোর্টারঃ
দীর্ঘ ১০ বছর পর (২৮ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনাজপুর জেলা আওয়ামীলীগের এি-বার্ষিক সম্মেলন।
সম্মেলনকে কেন্দ্র করে জেলা শহর জুড়ে এখন সাজসাজ রব। জেলা শহর ছাড়াও আশপাশের এলাকা তোরণ ব্যানার, বিল বোর্ড ও পোস্টারে ছেঁয়ে গেছে। উৎসাহ- উদ্দীপনায় চাঙা হয়ে উঠেছে দলটির নেতা কর্মীরা।
উন্নয়নের অগ্রযাএাকে আরো গতিশীল করতে বাংলাদেশ আওয়ামীলীগ দিনাজপুর জেলা শাখার এি- বার্ষিক এ সম্মেলনে লহ্মাধিক লোকের সামবেশ ঘটানোর টার্গেট নিয়েছেন দলটির নেতারা।
এদিকে আওয়ামিলীগের সম্মেলনকে কেন্দ্র করে যেকোনো অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবেলা করতে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পহ্ম থেকে নেয়া হয়েছে কড়া নিরাপত্তাব্যবস্থা।
সকাল ১১ টায় দিনাজপুরের ঐতিহাসিক গোর- এ- শহীদ ময়দানে অনুষ্ঠিত হবে এবারের সম্মেলন।
উদ্বােধন করবেন, বাংলাদেশ আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন এমপি। এতে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আ’লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
বরেণ্য অতিথি হিসেবে থাকবেন প্রসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খান এমপি। সমাবেশে প্রধান বক্তা থাকবেন, দলেন যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাছান মাহমুদ এমপি।
জেলা আ’লীগের সভাপতি ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মো. মোস্তাফিজুর রহমান এমপি’র সভাপতিত্বে সম্মেলেনে বিশেষ অতিথি থাকবেন, বাংলাদেশ আ’মীগের সাংগঠনিক সম্পাদক ( রংপুর বিভাগের দায়িত্ব প্রাপ্ত) সাখাওয়াত হোসেন শফিক, সাবেক সাংগঠনিক সম্পাদক ও নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি, জাতীয় সংসদের হুইপ, দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাএলীগের প্রাক্তন সাধারণ সম্পাদক ইকবালুর রহিম, অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও প্রাক্তন পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি,মনোরঞ্জন শীল গোপাল এমপি, মো. শিবলী সাদিক এমপি, অ্যাড. জাকিয়া তাবাসসুম জুঁই এমপি, এছাড়াও থাকবেন,বাংলাদেশ আ’লীগের সদস্য সাবেক এমপি অ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়া ও অ্যাড. সফুরা বেগম রুমি প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় থাকবেন, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী ।
প্রসঙ্গত, ২০১২ সালের ডিসেম্বরে দিনাজপুর জেলা আ’লীগের এি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে সভাপতি হন অ্যাড. মো. মোস্তাফিজুর রহমান ফিজার এবং সাধারণ সম্পাদক হন আজিজুল ইমাম চৌধুরী।
অনুষ্ঠিতব্য সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে বর্তমান কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক ছাড়াও সম্ভাব্য একাধিক নেতা প্রার্থীর নাম শুনা গেছে। সম্ভাব্য প্রার্থীর কেউ কেউ কেন্দ্রে ব্যাপক লবিং চালিয়েছেন বলে জানা গেছে।
সভাপতি পদে সম্ভব্য প্রাথী হচ্ছেন- জেলা আ’লীগের বর্তমান সভাপতি, সাবেক মন্ত্রী অ্যাড. মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, প্রাক্তন পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি। সাধারণ সম্পাদক পদে সম্ভব্য প্রাথীরা হচ্ছেন- দিনাজপুর ৬ আসনের সংসদ সদস্য মো. শিবলী সাদিক এমপি, দিনাজপুর -১ এর সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, বর্তমান কমিটির সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী, সহসভাপতি মো. আলতাফুজ্জামান মিতা, যুগ্না সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, সাংগঠনিক সম্পাদক ও আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. তৌহিদুল হক, যুবলীগের প্রাক্তন সভাপতি অ্যাড. দেলোয়ার হোসেন ও মোস্তাফিজুর রহমান বাবু।