স্টাফ রিপোর্টারঃ
দিনাজপুরের খানসাময় (২৭ নভেম্বর) সকালে দিনাজপুরের খানসামা উপজেলায় এলজিডি এর বাস্তবায়নে গোবিন্দপুর আরএইচডি সি ১২১৮ মিটার চেইনের ভুল্লি নদীর উপর নির্মিত ৪০.০০ মিটার পি.এস.সি গার্ডার ব্রীজের ও উপজেলা পরিষদে মুজিব কর্নার উদ্বোধন এবং স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সী (জাইকা) সহায়তায় উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জোড়া বেঞ্চ বিতরণ করেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি।
এসব অনুষ্ঠানে খানসামা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশিদা আক্তার,থানা অফিসার ইনচার্জ চিত্তরঞ্জন রায়, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনজিল আফরোজ পারভীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সাইফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মন্জুরুল হক, সাবেক চেয়ারম্যান সফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা শাহ মোঃ ওবায়দুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ, সহযোগি সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ো