সম্পাদক

আবদুর রহমান

ষ্টাফ রিপোর্টার :

জাতিয় পার্টি (এরশাদ) এর চেয়ারম্যান জনবন্ধু জি এম কাদের এর বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলার প্রতিবাদে পিরোজপুর জেলা জাতীয় পার্টি ও এর সহযোগী সকল অংগ সংগঠন এর নেতা কর্মীরা শনিবার সকাল ১০ টায় পিরোজপুর শহরের ক্লাব রোডে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে।

এ সময়ে উপস্থিত ছিলেন জেলা জাতিয় পার্টির সদস্য সচিব মোঃ বশির আহম্মেদ,জাতীয় যুব সংহতি জেলা শাখার সাধারণ সম্পাদক মোতালেব হোসেন তোতা , কাউখালি উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ সোহেল আহম্মেদ , নাজিরপুর উপজেলার জাতীয় পার্টির সাধারণ সম্পাদক প্রভাষক খান আল আমিন, বালিপাড়া ইউনিয়ন সভাপতি মোঃ জাকির হোসেন বাবুল, পিরোজপুর জেলা শ্রমিক পার্টির সভাপতি মুন্সি মোহাম্মদ ওমর ফারুক, জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক মোতালেব হোসেন তোতা,

জেলা যুব সংহতি যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কাজী আবিদুর রহমান, সদর উপজেলা যুবসংহতি সভাপতি রাসেল মল্লিক, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, প্রমুখ।

এসময়ে বক্তব্যে জাতীয় পার্টির সদস্য সচিব বশির আহম্মেদ বলেন, পল্লী বন্ধু এরশাদ সাহেব এ দেশের উন্নয়নের ভিত রচনা করেছেন, এদেশের বড় বড় রাস্তা বাইপাস সড়ক তার সময়ে করা, উপজেলা পরিষদ তার সময়ে করা, গ্রামকে শহর তার পরিকল্পনা, আমরা এই সরকারের সকল ভাল কাজের প্রশংসা করি। আমরা তাদের কল্যাণ চাই কিন্তু তারা আমাদের সহযোগিতায় ক্ষমতায় গিয়ে আমাদের চেয়ারম্যান জিএম কাদেরের বিরুদ্ধে মিথ্যা মামলা করে হয়রানি করছে। আমরা বলে দিতে চাই এটা জাতীয় পার্টির প্রতি অবিচার, জাতীয় পার্টি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে সংসদ সদস্য মনোনায়ন দিবে। জনগন সঠিক ভাবে ভোট দিতে পারলে জাতীয় পার্টি ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ আল্লাহ। আগামীতে যে কোন আন্দোলন সংগ্রামে জাতীয় পার্টি জনগনের ন্যায্য দাবীর পক্ষে রাজপথে থাকবে বলে সকল বক্তারা অঙ্গিকার ব্যক্ত করেন।