ষ্টাফ রিপোর্টার :
ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির রামভদ্রপুর গ্রামে অগ্নিকান্ডে ৯ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি। গত শুক্রবার রাত্রী ৯টায় ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির রামভদ্রপুর গ্রামে মৃত আব্দুস সামাদের পুত্র মোঃ সায়েদ আলীর গরুর গোয়াল ঘরে বিদ্যুতের সর্টসার্কিটের আগুনে গোয়ালে থাকা বিদেশী ৫টি গরু, গোয়ালঘর সহ বাড়ি পুড়ে যায়। এতে তার প্রায় ৯লক্ষ টাকার ক্ষতি সাধান হয়। বাড়ীর মালিক মোঃ সায়েদ আলী জানান, ফুলবাড়ী ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স কে তাৎক্ষনিক খবর দিলে তারা যথাসময়ে ঘটনাস্থলে না আসার কারণে আমার ঐ ক্ষতি হয়। স্থানীয় ভাবে গ্রামবাসী আগুন নিয়ন্ত্রণে আনার চেস্টা করেন, ততক্ষণে আমার গোয়ালে বেঁধে রাখা পাঁচটি বিদেশি গরু পুড়ে মারা যায়। এই ঘটনায় পরপর ফুলবাড়ী উপজেলা চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন, নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দীন, শিবনগর ইউপি চেয়ারম্যান সামিদুল ইসলাম ঘটনা স্থল পরিদর্শণ করেন এবং পরিবারকে শান্তনা দেন ও সরকারি অনুদান দেবার আস্বাস প্রদাদন করেন।