
Tanvir Shawon
বিনোদন ডেস্ক:
অন্যতম আলোচিত বলিউড অভিনেতা রণবীর সিং-এর আছে বিলাসবহুল গাড়ি সংগ্রহ। শুধু গ্যারেজে শোভা বাড়াতেই নয় বরং নিজেও চালান এসব গাড়ি। রণবীরের গাড়িবহরে রয়েছে একটি বিলাসবহুল অ্যাস্টন মার্টিন গাড়ি। এ ছাড়া আছে ল্যান্ড রোভার রেঞ্জ রোভার ভোগ গাড়িটিও। রণবীরের বেশ পছন্দের। তার এ ব্র্যান্ডের গাড়িটির রং সাদা। এ গাড়িটির দাম প্রায় ১.৬ কোটি থেকে শুরু। আছে মার্সিডিজ মেবাচ এস ৫০০ এবং মার্সিডিজ বেঞ্জ জিএলএস ৩৫০ ডি।
সম্প্রতি রণবীরের বিলাসবহুল গাড়ি অ্যাস্টন মার্টিন র্যাপিড এস মডেল নিয়ে শোরগোল শুরু হয়। রণবীরের এ গাড়ির বিমার নথি নিয়ে প্রশ্ন তোলেন এক ব্যক্তি। যা নিয়ে তোলপাড় হয় টুইটারে।
২০১৩ সালে র্যাপিড এস বাজারে আনে অ্যাস্টন মার্টিন। এ গাড়িতে চার দরজার বিকল্প দিয়েছে কোম্পানি। এর লুক তার সেগমেন্টের অন্যান্য গাড়ি থেকে সম্পূর্ণ আলাদা। এ গাড়িতে ৬.০ লিটার ভি ১২ ইঞ্জিন পাওয়া যায়। এর সামনের চাকার কেন্দ্রে ও পেছনের দিকে ট্রান্সএক্সেল মাউন্ট করা রয়েছে।
ভারতে পেট্রলচালিত এ গাড়িটির শোরুম মূল্য ৩.২৯ কোটি রুপি। গাড়িটি পাওয়া যাচ্ছে ১৪টি রঙের। যার মধ্যে মেরুন ব্ল্যাক, অ্যাপলট্রি গ্রিন, মারিয়ানা ব্লু, মিডনাইট ব্লু, সিনাবার অরেঞ্জ, সেলিন ব্রোঞ্জ, মাকো ব্লু, মেটেরাইট সিলভার, টুংস্টেন সিলভার, চায়না গ্রে, ভলকানো রেড, মাদাগাস্কার অরেঞ্জ, সিলভার ফক্স ও স্ট্র্যাটাস হোয়াইট রয়েছে।