স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জের কুলিয়ারচরে ঢাকা শিক্ষাবোর্ড অন্তর্গত ২০২২ সালের এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন করে শতভাগ পাশের গৌরব অর্জন করেছে ছয়সূতী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়।
সোমবার (২৮ নভেম্ব) ঢাকা শিক্ষাবোর্ড কর্তৃক প্রকাশিত এ বছরের ফলাফলে দেখা যায় উপজেলার ১৪টি হাইস্কুল থেকে এসএসসি পরীক্ষায় মোট ১ হাজার ৬৯৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে এর মধ্যে ছয়সূতী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় থেকে ১৬৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ২৪ জন এ প্লাস সহ শতভাগ পাশের গৌরব অর্জন করেছে।
এ বছরের এসএসসি পরীক্ষায় ছয়সূতী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এ অনন্য সাফল্যের জন্য বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও সুশীল সমাজের ব্যাক্তিবর্গ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোস্তাকুর রহমান সহ সকল শিক্ষক বৃন্দকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বিদ্যালয়র বর্তমান পরিচালনা পরষদের সভাপতি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি সহ বিদ্যালয় পরিচালনা পরষদের সকল সদস্যদের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে আগামী দিনেও শিক্ষার এ ধারা অব্যাহত রাখার আহবান জানান।