
ওমর ফারুক
স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জের কুলিয়ারচরে ঢাকা শিক্ষাবোর্ড অন্তর্গত ২০২২ সালের এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন করে শতভাগ পাশের গৌরব অর্জন করেছে ছয়সূতী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়।
সোমবার (২৮ নভেম্ব) ঢাকা শিক্ষাবোর্ড কর্তৃক প্রকাশিত এ বছরের ফলাফলে দেখা যায় উপজেলার ১৪টি হাইস্কুল থেকে এসএসসি পরীক্ষায় মোট ১ হাজার ৬৯৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে এর মধ্যে ছয়সূতী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় থেকে ১৬৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ২৪ জন এ প্লাস সহ শতভাগ পাশের গৌরব অর্জন করেছে।
এ বছরের এসএসসি পরীক্ষায় ছয়সূতী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এ অনন্য সাফল্যের জন্য বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও সুশীল সমাজের ব্যাক্তিবর্গ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোস্তাকুর রহমান সহ সকল শিক্ষক বৃন্দকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বিদ্যালয়র বর্তমান পরিচালনা পরষদের সভাপতি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি সহ বিদ্যালয় পরিচালনা পরষদের সকল সদস্যদের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে আগামী দিনেও শিক্ষার এ ধারা অব্যাহত রাখার আহবান জানান।