ষ্টাফ রিপোর্টার :
বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলীয় জেলাগুলোতে মারাত্মকভাবে বন্যায় আক্রান্ত ক্ষুদ্র কৃষকের জন্য পশু সম্পদ সহায়তা প্রকল্পের আওতায় জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার আয়োজনে গবাদি পশুর দানাদার খাদ্য বিতরণ প্রক্রিয়া চলছে।
রবিবার ২৭ নভেম্বর সকাল ১১ টায় এফআইভিডিবির বাস্তবায়নে ফুড এন্ড এগ্রিকালচার অর্গানাইজেশন ইউনাইটেড নেশনের অর্থায়নে গোয়াইনঘাট উপজেলার সদর ইউনিয়নে ৮০ জন ক্ষুদ্র কৃষক ও কৃষাণীর মাঝে ৫০ কেজি করে গবাদিপশুর দানাদার খাদ্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, ১২ নং সদর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম রব্বানী সুমন।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার জামাল খান।
আরো উপস্থিত ছিলেন, ফাও (Fao)এর মাঠ সহকারি সুরঞ্জনা সিনহা,উপজেলার এফআইবিডিবির রেসপন্স কর্মকর্তা সাবিকুন নাহার, এফআইবিডিবির ফিল্ড ফেসিলেটর আব্দুস সামাদ ও জহুরা বেগম।
এছাড়া উপস্থিত ছিলেন, সাংবাদিক আব্দুল মালিক, সৈয়দ হেলাল আহমদ বাদশা, বিভিন্ন ওয়ার্ডের সদস্য ও সদস্যাবৃন্দ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আজ বিকেলে পশ্চিম জাফলং ইউনিয়নে ৯৩ জনকে সহ এ পর্যন্ত উপজেলার ৯ টি ইউনিয়নের ১০৬৩ জন কৃষক কৃষাণীর মাঝে দানাদার খাদ্য বিতরণ করা হয়েছে পর্যায়ক্রমে বাকি তিনটি ইউনিয়নের বিতরণ করা হবে ।