ওমর ফারুক

স্টাফ রিপোর্টারঃ


মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের জেন্ডার প্রমোটারদের বালিয়াডাঙ্গী উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ চত্ত্বরে (২৭ নভেম্বর ২০২২) রবিবার সন্ধ্যায় জেন্ডার প্রমোটারদের মাঝে বাই সাইকেল বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বালিয়াডাঙ্গী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আবু বেলাল ছিদ্দিক ও বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের
কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং কিশোর কিশোরী ক্লাবের জেন্ডার প্রমোটার সোহেল রানা, নাসিমা আক্তার সহ কিশোর কিশোরী ক্লাবের সংগীত ও আবৃত্তি শিক্ষকগণ।
প্রধান অতিথির বক্তব্যে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল কুমার বলেন, কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্প বাংলাদেশ সরকারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বালিয়াডাঙ্গী উপজেলার কিশোরী কিশোরী ক্লাব একটি বাংলাদেশের মধ্যে দৃষ্ট্রান্ত মূলক হয়ে থাকবে এই প্রত্যাশা।