স্টাফ রিপোর্টার

দিনাজপুর সদর পৌরসভার ১ নং ওয়ার্ডের আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন পালিত,
সভাপতি এ্যাড: মোঃ মোজাহার আলী, সাধারণ সম্পাদক মোঃ মাইনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নবাব সিরাজুল দোলা, মোঃ তরুণ ইসলাম ( তুষার ) মোঃ জুলফিকার আলী স্বপন, এর নেতৃত্বে রামনগর মোড় থেকে একটি মিছিল বেরকরে শেষ করেন, গোর-এ-শহীদ বড় ময়দানে এসয় ১নং ওয়ার্ড ও মহল্লার আওয়ামী লীগের বিভিন্ন নেতা বৃন্দ উপস্থিত ছিলেন,

দীর্ঘ ১০ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনাজপুর জেলা আওয়ামী লীগের ত্রি- বার্ষিক সম্মেলন,প্রার্থী নিয়ে জল্পনা-কল্পনা
এক দশক পর অনুষ্ঠিত হচ্ছে দিনাজপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। এরই মধ্যে পদ প্রত্যাশীদের ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে পৌর শহর অলি-গলি, গুরুত্বপূর্ণ মোড় ও সম্মেলন স্থানের আশ-পাশ। নেতা-কর্মীদের উৎসাহ উদ্দীপনায় শহর থেকে গ্রামের চা দোকান পর্যন্ত আলোচনা-সমালোচনার ঝড় বইছে।

কারা পাচ্ছেন জেলার নতুন নেতৃত্ব-সেই প্রশ্ন এখন সবার মুখে মুখে। আলোচনাতে উঠে আসছে কে হচ্ছেন ক্ষমতাসীন দলের নতুন জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক।
আজ সোমবার ( ২৮ নভেম্বর ) সকালে জেলা গোর-এ-শহীদ বড় ময়দানে সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনের জন্য বিশাল মাঠ সাজানো হয়েছে বর্ণিল সাজে তৈরি করা হয়েছে আকর্ষণীয় মঞ্চ। সম্মেলন সফল ও সার্থক করতে দলের পক্ষ থেকে সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। জানা গেছে, সভাপতি পদে ২ জন ও সাধারণ সম্পাদক পদে ১০ জন প্রার্থী আগ্রহ প্রকাশ করেছেন। সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য নেতারা কেন্দ্রীয় পর্যায়ে তদবির চালিয়েছেন। এখন কে সফল হচ্ছেন তা দেখার পালা।

বাংলাদেশ আওয়ামী লীগ দিনাজপুর জেলা শাখার বর্তমান সভাপতি, সাবেক প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রী দিনাজপুর-৫ আসনের (পার্বতীপুর-ফুলবাড়ী) সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মোস্তাফিজার রহমান, সাবেক পররাষ্ট্র মন্ত্রী ও দিনাজপুর-৪ আসনের (চিরিরবন্দর-খানসামা) সংসদ সদস্য এ এইচ মাহমুদ আলী সভাপতি হবার দৌড়ে রয়েছেন।

পাশাপাশি সাধারন সম্পাদকের পদে যারা প্রতিদ্বন্দিতায় অংশ নিচ্ছেন তারা হলেন- দিনাজপুর জেলা শাখার সাধারন সম্পাদক সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আজিজুল ইমাম চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগ দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি আলতাফুজ্জামান মিতা, যুগ্ম সাধারন সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, দিনাজপুর-১ আসনের (বীরগঞ্জ-কাহারোল) সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল,

দিনাজপুর-৬ আসনের (বিরামপুর-ঘোড়াঘাট-হাকিমপুর-নবাবগঞ্জ) সংসদ সদস্য শিবলী সাদিক, দিনাজপুর জেলা আইনজীবি সমিতির সাধারন সম্পাদক তৌহিদুল হক সরকার, জেলা আওয়ামী লীগের সহ সম্পাদক মির্জা আশফাক হোসেন, বিরল উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম মোস্তাফিজুর রহমান বাবু, বাংলাদেশ আওয়ামী যুবলীগ দিনাজপুর জেলা শাখার সাবেক সভাপতি এ্যাড. দেলোয়ার হোসেন দিনাজপুরের সর্ব প্রথম সংবাদ ।