ষ্টাফ রিপোর্টার :

আজ ২৭ নভেম্বর ২০২২ রোজ সোমবার বেলা তিনটায় কিশোরগঞ্জের ভৈরব উপজেলা কমপ্লেক্সের সামনে হাজী ফুল মিয়া মার্কেটে এ ভয়াবহ অগ্নিসংযোগ হয়েছে। তিনটায় এই অগ্নি সংযোগ হয়েছে তাতে ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। অগ্নিসংযোগ নিবারণের জন্য তিনটি অগ্নি নির্বাপক ফায়ার স্টেশন কাজ করছে। এই হাজী ফুল মিয়া মার্কেট ছিল ভৈরব উপজেলার সর্ববৃহৎ পাদুকা মার্কেট ।এখানে ভৈরব উপজেলার এবং বিভিন্ন জেলা উপজেলা থেকে পাদুকা ফ্যাক্টরি এবং পাদুকা ব্যবসা করেন করে জীবিকা নির্বাহের একমাত্র সুনির্ভরযোগ্য প্রতিষ্ঠান ছিল।হাজী ফুল মিয়া পদুকা মার্কেট সিক্সটি পার্সেন্ট বেকারত্ব নিরসনে ভূমিকা রাখছে। এর আগেও কয়েকবার আগুন লেগে এই বৃহৎ পাদুকা ইউনিটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।