সম্পাদক

আবদুর রহমান

নিউজ ডেস্ক :

আবারও হামলায় রক্তাক্ত সোমালিয়ার রাজধানী মোগাদিশু। রবিবার রাতে শহরটির একটি হোটেলে হামলা চালায় জঙ্গিরা। পরপর বিস্ফোরণ ও গুলির শব্দে কেঁপে উঠে চারিদিক। হোটেলটির দখল নিয়েছে জঙ্গিরা। এখনও পর্যন্ত নিরাপত্তারক্ষীদের সঙ্গে তাদের লড়াই চলছে। হামালায় চারজনের মৃত্যু হয়েছে বলে খবর। জখম হয়েছেন অনেকে। হামলার দায় স্বীকার করেছে পশ্চিম আফ্রিকায় আল কায়দার হয়ে কাজ করা জঙ্গি সংগঠন আল শাবাব। 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, রবিবার মোগাদিশুর অদূরে অবস্থিত অভিজাত ভিলা রোজ গেস্ট হোটেলে হামলা চালায় জঙ্গিরা। সরকারি আমলা ও মন্ত্রীদের মধ্যে হোটেলটি খুবই জনপ্রিয়। ইতিমধ্যে সেখান থেকে কয়েকজন মন্ত্রীকে উদ্ধার করা হয়েছে। মহামেদ আহমেদ নামের এক মন্ত্রী আহত। কোনও মতে প্রাণ বাঁচাতে সক্ষম হন দেশটির পরিবেশমন্ত্রী অ্যাডাম আও হিরসি বলে বিবিসি সূত্রে খবর। সূত্রের খবর, একটি বিস্ফোরক ভরতি গাড়ি নিয়ে হোটেল ঢুকে আত্মঘাতী হামলা করে জঙ্গিরা। সোমালি পুলিশ কর্মকর্তা মহামেদ দাহির জানিয়েছেন, জঙ্গিদের সঙ্গে এখনও নিরাপত্তারক্ষীদের গুলির লড়াই চলছে। হোটেলের একটি কামরায় জঙ্গিরা লুকিয়ে রয়েছে। সেখান থেকেই হামলা চালাচ্ছে তারা।