স্টাফ রিপোর্টারঃ
নরসিংদী প্রতিনিধি: আলোচনা-সমালোচনার মধ্য দিয়ে গত ২৬ নভেম্বর নরসিংদী প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১ টায় নরসিংদী প্রেসক্লাবের অডিটোরিয়ামে বার্ষিক সাধারণ সভা ফুলেল শুভেচ্ছা জ্ঞাপনের মধ্য দিয়ে ক্লাবের সভাপতি হাবিবুর রহমান এর সভাপতিত্বে সভা শুরু হয়।
সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর শাহ এর সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্লাব সদস্য তোফায়েল আহমেদ স্বপন, গীতা পাঠ করেন হলধর দাস।
সভায় বার্ষিক বাজেট উপস্থাপন করেন, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর শাহ ও আয় ব্যায় উপস্থাপন করেন, কোষাধ্যক্ষ মুহাম্মদ জয়নুল আবেদীন।
এ সাধারন সভায় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি আসাদুল হক পলাশ, সহসভাপতি মাহবুবুর রহমান, সহ সাধারণ সম্পাদক মনজিল এ মিল্লাত, সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক এএইচ ভূঁইয়া সজল, দপ্তর সম্পাদক এটিএম মোস্তফা বাবর, কার্য নির্বাহী সদস্য বিশ্বজিৎ সাহা, শাহীন মিয়া ও আবদুল হান্নান ভূঁইয়া।
ক্লাবের বার্ষিক রিপোর্ট ও বাজেটের উপর মুক্ত আলোচনায় অংশ গ্রহণ করেন , নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি নিবারণ রায়,মোস্তফা কামাল সরকার, আবদুর রহমান ভূঞা,মোঃ মোর্শেদ শাহরিয়ার, মাখন দাস, সাবেক সাধারণ সম্পাদক এম এ আউয়াল, মোঃ মাজাহারুল পারভেজ, মোঃ নুরুল ইসলাম ,সফিকুল মোঃ মানিক, সাবেক সহ সভাপতি বাদল কুমার সাহা, একে ফজলুল হক সদস্য সেতারা বেগম,সাবেক আহবয়ক বেনজির আহমেদ বেনু,মোবারক হোসেন, আমজাদ হোসেন, মাহবুল আলম, ফারুক মিয়া, মোঃ সেলিম মিয়া, সোহেল এস হোসেন,কামরুল ইসলাম কামাল, আবদুল্লাহ আল মামুন, সুমন বর্মন প্রমুখ। ৫২ জন সদস্যের মধ্যে ৪৮ জন উপস্থিত ছিলেন।
ক্লাবের সভাপতি বার্ষিক সাধারণ সভায় প্রায় সকল সদস্যের উপস্থিত থাকার জন্য এবং বার্ষিক রিপোর্ট
ও বাজেটের উপর আলোচনায় অংশ নেয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করে সভার সমাপ্তি ঘোষণা করেন।এরপর উপস্থিত সকলকে বার্ষিক ভোজ সভায় অংশ গ্রহণের আহবান জানান।