স্টাফ রিপোর্টারঃ
জাতীয় সাংবাদিক সংস্থা’র রামগঞ্জ উপজেলা শাখার নবগঠিত কমিটি অনুমোদন দিয়েছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
সাংবাদিক মাহমুদ ফারুক’কে প্রধান উপদেষ্টা করে দৈনিক খোলা কাগজ ও বাংলাদেশ সমাচার পত্রিকার রামগঞ্জ উপজেলা প্রতিনিধি সাখাওয়াত হোসেন সাকা’কে সভাপতি এবং দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার উপজেলা প্রতিনিধি জহিরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়।
গত সোমবার (২৮ নভেম্বর) সন্ধায় লক্ষ্মীপুর জেলা কমিটির সভাপতি সফিকুল ইসলাম, সহ-সভাপতি শিমুল সাহা, সাধারণ সম্পাদক এ.কে.এম. মাহমুদ রিয়াজ, সাংগঠনিক সম্পাদক মোঃ জহিরুল ইসলাম উপস্থিত থেকে অনুমোদিত কমিটি রামগঞ্জ উপজেলা কমিটির নেতৃবৃন্দের কাছে হস্তান্তর করেন।
গত ১৬ নভেম্বর জাতীয় সাংবাদিক সংস্থার লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ সুপারিশক্রমে কেন্দ্রীয় সভাপতি মুহম্মদ আলতাফ হোসেন স্বাক্ষরিত উক্ত কমিটি অনুমোদন দেওয়া হয়।
রামগঞ্জ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও অনলাইন পত্রিকার সাংবাদিকদের সমন্বয়ে এ কমিটি গঠন করা হয়েছে।
উক্ত কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হচ্ছেন, সহ-সভাপতি-দৈনিক সংবাদের এমরান হোসেন পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক-দৈনিক কালবেলা প্রতিনিধি ইকবাল হোসেন বাবু, সাংগঠনিক সম্পাদক-দৈনিক ভোরের সময়ের মোঃ হাসসানুজ্জামান ভুইয়া , অর্থ বিষয়ক সম্পাদক-দৈনিক নতুনদিন পত্রিকার তামজিদ হোসেন রুবেল, দপ্তর সম্পাদক-দৈনিক ভোরের পত্রিকার হাসানুজ্জামান ক্বারী , প্রচার সম্পাদক-আজকের পদ্মার নজরুল ইসলাম স্বপন , নির্বাহী সদস্য-বিডি প্রেস ২৪ ডট কম’র প্রতিনিধি অধ্যাপক হারুন অর রশিদ, লক্ষ্মীপুর ট্রিবিউন ডট কম’র ডাক্তার আরমান খাঁন জয় এবং আমার লক্ষ্মীপুর ২৪ ডট কম’র রায়হানুর রহমান।