ষ্টাফ রিপোর্টার :

লাখাইয়ে ৩ হাজার ২৭০ জন কৃষাণ – কৃষাণীর মাঝে বিনামূল্যে উফসী ধান বীজ,রাসায়নিক সার ও হাইব্রিড বীজ সহায়তা বিতরন এর শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৯ নভেম্বর) ” কৃষিই সমৃদ্ধি ” এ প্রতিপাদ্য নিয়ে লাখাই উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে দুপুরবেলা উপজেলা হ্যালিপ্যাড মাঠে ২০২২-২০২৩ অর্থ বছরে রবি মৌসুমে ধানের উচ্চ ফলনশীল ( উফসী) জাতের ধান ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে হাইব্রিড বীজ সহায়তা বিতরন এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহীকর্মকর্তা ( ইউ,এন,ও) মোঃ শরীফ উদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ – লাখাই – শায়েস্তাগঞ্জ এর সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, নারী ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম। উপসহকারী কৃষি কর্মকর্তা অমিত ভট্টাচার্য্য এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কোরআান থেকে তেলওয়াত করেন কৃষক রমিজ উদ্দিন, গীতা পাঠ করেন মোহন দাস। স্বাগত বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর কর্মকর্তা শাকিল খন্দকার। বক্তব্য রাখেন বুল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট খোকন চন্দ্র গোপ। সভায় উপজেলার ৬ টি ইউনিয়ন এর ৩ হাজার ২৭০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ সহায়তার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির এমপি।