
ষ্টাফ রিপোর্টার :
কুমিল্লা কারাগার থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করা রিমন আহমেদ পাস করেছে। কারাগারে থাকা অবস্থাতেই পরীক্ষার ফল ঘোষণা করা হয়। সে জিপিএ-৩.৬১ পেয়েছে।গতকাল সোমবার (২৮ নভেম্বর ২০২২খ্রিঃ) এ তথ্য নিশ্চিত করেছে কারাগারের একটি সূত্র।
কারা সূত্রে জানা গেছে, রিমন কুমিল্লা জেলার বরুড়া উপজেলার কাদুটি হাইস্কুলের শিক্ষার্থী। পরীক্ষার ফরম পূরণের পরই একটি মামলায় সে কারাগারে আসে। পরে কারাগার থেকে সব আনুষ্ঠানিকতা শেষ করে তার পরীক্ষা নেওয়ার জন্য পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে অনুমতি চায় কারা কর্তৃপক্ষ। পরীক্ষা নিয়ন্ত্রকের সম্মতিতে তার পরীক্ষা নেওয়া হয়। অন্যসব স্কুলের ন্যায় কারাগারে একজন শিক্ষক তার পরীক্ষা নেন।
কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শাহজাহান আহমেদ বলেন, রিমন আহমেদ নামের ওই শিক্ষার্থী পাস করেছে। পরীক্ষার আগেই সে কারাগারে আসে।
পরে আমাদের পরীক্ষার কথা জানালে তার পড়ার জন্য ব্যবস্থা করি। তার ভালো ফলাফলের জন্য আমরা তার জন্য মিষ্টির ব্যবস্থা করেছি।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.