সম্পাদক

আবদুর রহমান

নিউজ ডেস্ক :

আল থুমামা স্টেডিয়ামে মঙ্গলবার রাত ১টায় ইরানের মুখোমুখি হয় যুক্তরাষ্ট্র।‘বি’ গ্রুপের শেষ ম্যাচে ১-০ গোলে জিতেছে যুক্তরাষ্ট্র। গোলটি করেন ক্রিস্টিয়ান পুলিসিক।আট বছর পর বিশ্বকাপে জয়ের স্বাদ পেল যুক্তরাষ্ট্র।আর তাতেই নিশ্চিত হয়ে গেল শেষ ষোলতে যাওয়ার টিকিট।

নকআউট পর্বে যেতে জিততেই হবে- এমন সমীকরণে শুরু থেকে গোলের জন্য মরিয়া চেষ্টা চালাল যুক্তরাষ্ট্র।সাফল্য মিলল প্রথমার্ধের শেষ দিকে। অনেকটা সময় পর্যন্ত খোলসে বন্দি থাকা ইরান বিরতির পর চেষ্টা করল, কিন্তু শেষ রক্ষা হলো না। ব্যবধান ধরে রেখে শেষ ষোলোয় ওঠার আনন্দে মাতল যুক্তরাষ্ট্র।

গ্রুপের অন্য ম্যাচ ড্র হলে কিংবা ইংল্যান্ডের বিপক্ষে ওয়েলস হারলে এখানে ড্র করলেও লক্ষ্য পূরণ হতো ইরানের- শেষ রাউন্ডের আগে ইরানের জন্য সমীকরণ ছিল এই।শেষ ষোলোতে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন নেদারল্যান্ডসের মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র।