ষ্টাফ রিপোর্টার :

রাজবাড়ীর বালিয়াকান্দিতে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
(২৯ নভেম্বর) সোমবার দুপুর সাড়ে ১২,টায় উপজেলা প্রশাসনের অয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা, আম্বিয়া সুলতানা এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলা ভাইস- চেয়ারম্যান মো মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম,সহকারী কমিশনার ভূমি মোঃ হাসিবুল হাসান,
বালিয়াকান্দি থানার ওসি (তদন্ত) মোঃ মনিরুজ্জামান খান, মেডিকেল অফিসার ডা.শায়লা ইয়াসমিন,উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক, হারুনুর রশিদ হারুন,, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ খায়রুল আলম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা.মোঃ ফেরদৌস মিয়া, জেলা পরিষদ সদস্য মোঃবারেক বিশ্বাস বালিয়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃআলমগীর বিশ্বাস আলম,নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বাদশা আলমগীর। এছাড়া ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন,সুধীমহল সাংবাদিক,উপস্থিত ছিলেন।সভা যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস নানা আয়োজনে উদযাপনের সিন্ধান্ত গ্রহণ করা হয়।