স্টাফ রিপোর্টারঃ
সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করেছে চাটখিলের কৃতি সন্তান প্রফেসর ফেরদৌস আরা ডলি।
নোয়াখালীর চাটখিল উপজেলার সিংবাহুড়া পাহলোয়ান বাড়ির কৃতি সন্তান প্রফেসর ফেরদৌস আর ডলি। ৩০ নভেম্বর (বুধবার) সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন ।
ফেরদৌস আরা ডলি উপজেলার সিংবাহুড়া গ্রামের পাহলোয়ান বাড়ীর মরহুম আব্দুল মাবুদ ও রত্নগর্বা খোরশেদ আরা বেগমের ৭ম সন্তান। তিনি চট্টগ্রাম সরকারি কমার্স কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছিলেন।
তার বড় ভাই গোলাম কুদ্দুস বিশিষ্ট লেখক, গবেষক ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের বার বার নির্বাচিত সভাপতি।
অধ্যক্ষ ফেরদৌস আরা ডলির ছোট ভাই বিশিষ্ট ব্যবসায়ি গোলাম মুর্তজা টুটুল মুঠো ফোনে বিষয়টি নিশ্চিত করেন।
সিংবাহুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তার প্রাথমিক শিক্ষা জীবন শুরু হয়ে আজ তিনি দেশ সেরা সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ হিসেবে যোগাযোগ করেন।
ডলি ১৩ তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে ১৯৯৪ সালে চট্টগ্রামের গাছ বাড়িয়া সরকারি কলেজে প্রভাষক পদে যোগদানের মধ্য দিয়ে কর্মজীবন শুরু করেন।