স্টাফ রিপোর্টারঃ
নওগাঁর পোরশায় উপজেলা পরিষদে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও (ভারপ্রাপ্ত) মো. জাকির হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী।
সভায় চলতি মৌসুমে উপজেলায় সারের কোন সংকট না থাকায় কৃষকদের মাঝে সঠিক ভাবে সার বিক্রি ও ব্যবস্থাপনা এবং মাদকদ্রব্য রোধ বিষয়ে স্থানীয় পুলিশ প্রশাসনকে কঠোর অবস্থান নিয়ে ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়।এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কার্যক্রম বিষয়ে আলোচনা করা হয়।
এসময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম ও মমতাজ বেগম, কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, অফিসার ইনচার্জ (তদন্ত) শাহ্ আলম সরদার, নির্বাচন কর্মকর্তা তোজাম্মেল হক,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াজেদ আলী মৃধা, শিক্ষা কর্মকর্তা মাযহারুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দোস্তদার হোসেন,জনস্বাস্থ্য কর্মকর্তা মিলন কুমার সহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।অপরদিকে একই স্থানে উপজেলা আইন শৃংখলা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।