
সম্পাদক
ষ্টাফ রিপোর্টার :
আজ ভৈরব উপজেলা কমপ্লেক্সের সামনে সর্ববৃহৎ পাদুকা ইউনিট অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিদর্শন করেন ভৈরব কুলিয়ার আসনের মাননীয় সংসদ ও বিসিবির সম্মানিত সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন। উপস্থিত ছিলেন পাদুকা মার্কেটের মালিক হাজী ফুল মিয়া। তিনি মাননীয় সাংসদ সদস্য পাপন সাহেবের কাছে গরিব পাদুকা ব্যবসায়ীদের আর্থিক ক্ষতিপুরণের দাবী জানান। তিনি আর ও বলেন এই জুতার মার্কেটে পাঁচ লক্ষ লোকের কর্মসংস্থান হয়েছে। এই ভয়াবহ আগুনে প্রায় এক কোটি টাকার জুতা পুড়ে ছাই হয়ে গেছে। তারপর বক্তব্য রাখেন ভৈরব উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার মহোদয় জনাব মোঃ সাদিকুর রহমান সবুজ। তিনি বলেন আগুন লাগা সাথে সাথে অগ্নি নিয়ন্ত্রণে আনার জন্য তিন তিনটি অগ্নিনির্বাপক ইউনিট কাজ করে আগুন নিভাতে সক্ষম হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতিবেদন তৈরি করে মন্ত্রণালয়ে ইতিমধ্যে পাঠানো হয়েছে। সার্বিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য প্রনোদনাসহ অন্যান্য সুব্যবস্থা গ্রহণ করা হবে। পরিশেষে মাননীয় সংসদ সদস্য মহোদয় এত বড় ক্ষতিতে ভীষণ দুঃখ প্রকাশ করেন। তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা মার্কেট পরিদর্শন শেষে বলেন, যাদের ইনস্যুরেন্স রয়েছে তারা যেন তাদের প্রাপ্য পেতে পারে সেই ব্যবস্থা তিনি করবেন। তিনি আর ও বলেন আবার যেন ব্যবসায়ীরা ঘুরে দাঁড়াতে পারে তারজন্য ঋণসুবিধা প্রদান করা হবে। এছাড়াও ক্ষতিগ্রস্তদের জন্য অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে। মাননীয় এমপি মহোদয় আর ও বলেন যে কিভাবে আগুন লাগলো এবং কোন প্রকার কার ও গাফেতলি Aআবেদন কারণ আছে কিনা সেটাও তদন্তের বিষয়। সবার শুভকামনা করে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষ করেন।