স্টাফ রিপোর্টারঃ

জামালপুরে ১ ডিসেম্বর -২০২২ ইং বিশ্ব এইডস দিবস উদযাপন এবারের প্রতিপাদ্য বিষয় ছিলো অসমতা দূর করি, এইডস মুক্ত বিশ্ব গড়ি। উপলক্ষে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি, জামালপুর সিভিল সার্জন অফিস, জামালপুর সদর হাসপাতাল এর সামনে থেকে ব্যানার ফেস্টুন নিয়ে এক রেলি বের করে সিভিল সার্জন অফিস গিয়ে শেষ করেন। রেলী শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সিভিল সার্জন অফিসের তৃতীয় তলা বীর মুক্তিযোদ্ধা ডাঃ নজরুল ইসলাম কনফারেন্স রুমে। উক্ত আলোচনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ সৈয়দ আবু আহমেদ শাফী, ডেপুটি সিভিল সার্জন, জামালপুর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ উত্তম কুমার সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, জামালপুর সদর।

মুক্ত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন ডাঃ সাগত সাহা মেডিকেল অফিসার, বক্ষ্য ব্যাধি হাসপাতাল, জামালপুর।
মোঃ বদরুল আলম, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার,
মোঃ আনিসুর রহমান, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার,সিভিল সার্জন অফিস, জামালপুর। জামালপুর প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহি মাকাম, উন্নয়ন সংঘের পরিচালক, এইচ আর ডি ও মানবাধিকার কর্মী মোঃ জাহাঙ্গীর সেলিম, বন্ধু সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটির ডিআইসি ইনচার্জ মোঃ বেলাল হোসেন, সূর্য তোরণ সমাজ সেবা সংস্থা এর ফিল্ড সুপারভাইজার মোঃ আয়নাল হক, এফপিএবির কো- অডিনেটর মাহিনুর সিদ্দিকা, পাপিয়া আক্তার, মোঃ মুনীর হুসাইন খান, জেলা সমন্বয়ক, ব্র্যাক জামালপুর।

আরো উপস্থিত ছিলেন প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ও অন্যান্য সরকারি-বেসরকারি পর্যায়ের এনজিও প্রতিনিধিগন।

এছাড়াও বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির ডিআইসি ইনচার্জ মোঃ বেলাল হোসেন এর নেতৃত্বে নগরীর ভোকেশনাল মোড় এইচ আই ভি বিষয়ক একটা তথ্য কেন্দ্র খোলা হয়। বিভিন্ন এইচ আই ভি সচেতনতামূলক বিবিসি, লিফলেট বিতরণ করা হয়। বন্ধুর এই প্রচারকে সবাই ধন্যবাদ জানান।