স্টাফ রিপোর্টারঃ
নিরাপদ সড়ক চাই এর ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দাগনভূঞা উপজেলা শাখা দুই টি মাতৃ ছাগল বিতরণ এবং কেক কাটার মাধ্যমে পালন করা হয়।
পহেলা ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা যুবলীগ সভাপতি ও দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, বিশিষ্ট পরিবহন ব্যবসায়ী স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, স্টার লাইন গ্রুপের পিআরও জসিম মাহমুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিন মুন্সি,ফেনী জেলা পরিষদ সদস্য খায়েজ আহমেদ, শাহিদা আক্তার শেফালী, নিসচার দাগনভূঞা শাখার উপদেষ্টা বিশিষ্ট সংগঠক মিজানুর রহমান হিরো, সাংবাদিক কল্যান সমিতির সভাপতি ইয়াসিন সুমন, দাগনভূঞা বাজার ব্যবস্হপনা কমিটির সাবেক সভাপতি নাজমুল হুদা ইস্কান্দার, বাজার ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি আবুল কায়েস রিপন, ভি আর ডি বির সাবেক চেয়ারম্যান মনসুরুল হক বাবুল, নিরাপদ সড়ক চাই দাগনভূঞা শাখার সভাপতি দ্বীন মোহাম্মদ সাধারণ সম্পাদক সোহেল, সহ সংগঠনের বিভিন্ন পযার্য়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।