সম্পাদক

আবদুর রহমান

ষ্টাফ রিপোর্টার :

ময়মনসিংহের নান্দাইল আগামী ১লা ডিসেম্বর বৃহস্পতিবার উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে হয়েছে। দীর্ঘ ১৭ বছর পর নান্দাইল উপজেলা আওয়ামীলীগের সম্মেলনকে ঘিরে স্থানীয় নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বাংলাদেশ আওয়ামী লীগ দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে বলেই বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্ব দরবারে উপস্থাপিত। জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ময়মনসিংহের নান্দাইলে আগামী ১লা ডিসেম্বর ঐতিহ্যবাহী চন্ডিপাশা সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এই নিয়ে আওয়ামীলীগের সকল নেতা-কর্মীদের মাঝে বিপুল উৎসাহ ও উদ্দীপনায় এবং উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে ইতিমধ্যেই ব্যাপক প্রচার-প্রচারণা শুরু করেছেন নেতা- কর্মীরা। চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠের দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসরকের দিকে তাকালে তোরণ, ফেস্টুন, পোস্টার, প্যানাফ্লেক্সের, নৌকা গেইট চোখে পড়ার মতো। সম্মেলনের দিন ঘনিয়ে আসায়, এ ধরনের প্রচারণা আরও বাড়ানোর পরিকল্পনায় ও বিভিন্ন সড়কে বাঁশের খুঁটি গেড়ে নেতাদের নামে ‘ব্লক’ দেওয়া। উক্ত বিষয়ে নান্দাইল উপজেলা শাখার জাতীয় শ্রমীক লীগের ৩ নং নান্দাইল সদর ইউনিয়নের আহ্বায়ক মিজানুর রহমান মিজান বলেন, গত কাল ১ ডিসেম্বর নান্দাইলে আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে মঞ্চায়িত করে নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি মেজর জেনারেল আব্দুস সালাম (আরসিডিএস পিএসসি) সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট জহিরুল হক খোকা। সম্মেলনে কেন্দ্রীয় কমিটির থেকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল,
সাংস্কৃতিক সম্পাদক ও এমপি অসীম কুমার উকিল, সম্মানিত সদস্য বেগম মারুফা আক্তার পপি, সম্মানিত সদস্য রেমন্ড আরেং।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
এ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল। মিজান আরও বলেন, ত্রি-বার্ষিক সম্মেলনে নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক এমপি মেজর জেনারেল আব্দুস সালাম (আরসিডিএস পিএসসি) কে সভাপতি এবং আমিনুল ইসলাম শাহান কে সাধারণ সম্পাদক করে কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এই কমিটি পেয়ে আমরা খুবই আনন্দিত।