স্টাফ রিপোর্টারঃ

নানা আয়োজনে নেত্রকোনায় কবি ও নব্য অভিনেতা মোঃ রাসেল হাসানের ১৬ তম জন্মদিন পালিত হয়েছে। ২০০৬ সালের ১২ ফেব্রুয়ারি তিনি নেত্রকোণা সদরের নগুয়া কুশলগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা বোধ-এর আয়োজনে কেক কাটা এবং সাহিত্য আড্ডার মধ্য দিয়ে কবি রাসেল হাসানের ১৬ তম জন্মদিন উদযাপিত হয়। কবি রাসেল হাসানের জন্মদিন উপলক্ষে মোক্তারপাড়ার কবিতা প্রাঙ্গনে শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়।
প্রফেসর খন্দকার অলিউল্লাহ’র সঞ্চালনায় ও ভালোবাসার কবি তানভীর জাহান চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা রাষ্ট্রবিজ্ঞান সমিতির সভাপতি প্রফেসর ননী গোপাল সরকার। আরো ও উপস্থিত ছিলেন কবি তানভীয়া আজিম, কবি ও আবৃত্তিকার অনামিকা কবি, মিল্টন সরকার, কবি শাহীন সবুজ, কবি দেবব্রত দাস, কবি এনামুল হক পলাশ, কবি পহেলী দে, সাংবাদিক মহিউদ্দিন তালুকদার শিক্ষক ও সাংবাদিক শামীম তালুকদার, কবির গৃহশিক্ষক দেলোয়ার হোসেন খান, কবিবন্ধু হাসনাত নেওয়াজ আদর ও বিদ্যুৎ তালুকদার আরিফ, কবি সুজিত গোস্বামী, কবি দীপক কৃষ্ণদাস সহ আরোও অনেকে। প্রত্যেকে কবি রাসেল হাসানকে নিয়ে কাব্যিক ভাষায় বক্তব্য প্রদান করেন। রাসেল হাসানের জন্মদিন উপলক্ষে বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক ও রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত কবি নির্মলেন্দু গুণ এবং যে জলে আগুন জ্বলে’র কবি, বাংলা কবিতার বরপুত্র হেলাল হাফিজ আমাকে যে ফেসবুকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
কবি মোঃ রাসেল হাসান কবিতার পাশাপাশি লিখছেন নাটকও। সম্প্রতি ঐতিহাসিক প্রেক্ষাপট অবলম্বনে নির্মিত হতে যাওয়া শাহজাদা মু্ভিতেও তিনি অভিনয় করেছেন।